Howrah Zilla Parishad Recruitment 2024: পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জেলা পরিষদের পক্ষথেকে Hearing Officer পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বেশ অনেকগুলো সংখ্যক পদে কর্মী নিয়োগ করা হবে এবং মাসিক বেতনের পরিমাণ খুব ই ভাল। যেসকল আগ্রহী প্রার্থীরা দীর্ঘকাল ধরে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ । আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন পদ্ধতি,মাসিক বেতন,নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই যে সকল চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
Howrah Zilla Parishad Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | হাওড়া জেলার জেলা পরিষদের তরফ থেকে এক্ষেত্রে Hearing Officer পদে নিয়োগ করা হবে । |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদনের অফিসিয়াল বিজ্ঞপ্তি গত ২৫ জুন ২০২৪ তারিখে প্রকাশিত করা হয়েছে। |
আবেদনের শেষ তারিখ : 👉 | যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ১৬ জুলাই ২০২৪ তারিখ আবেদন পত্র জমা করতে হবে সরাসরি ইন্টারভিউ এর স্থানে। |
✍ আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে সরাসরি নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | Hearing Officer পদে মোট কটি শূন্যপদ রয়েছে সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। |
Salary (বেতন): 👉 | Hearing Officer পদে যোগ্য প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বেতন দেওয়া হবে। বেতনের পরিমাণ কত তা অফিসিয়াল বিজ্ঞপ্তি তে উল্লেখ করা নেই। |
Howrah Zilla Parishad Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
হাওড়া জেলার জেলা পরিষদে Hearing Officer পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীর বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো উল্লেখ নেই। আরো জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে হাওড়া জেলার জেলা পরিষদের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের সরাসরি ওয়াক- ইন- ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে । বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
✍ আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর সংখ্যক মেডিকেল অফিসার নিয়োগ,জানুন বিস্তারিত
✍ আরো পড়ুন : উচ্চ মাধ্যমিক পাসে বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে বেশ অনেক সংখ্যক শূন্য পদে নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
Howrah Zilla Parishad Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি অফলাইন পদ্ধতির মাধ্যমে।
প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে নিয়ে সমস্ত তথ্যাদি সঠিকভাবে পূরণ করে, সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে সরাসরি ইন্টারভিউয়ের দিন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে হবে সকাল দশটার মধ্যে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা এবং ইন্টারভিউয়ের স্থান: The Chamber of Additional Executive Officer, Howrah Zilla Parishad
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি হাওড়া জেলার জেলা পরিষদ এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
2 thoughts on “Howrah Zilla Parishad Recruitment 2024: কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হাওড়া জেলা পরিষদের কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি”