IBA New Recruitment 2024 : মাসিক ১লক্ষ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনে কর্মী নিয়োগ

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

IBA New Recruitment 2024 : আপনি কি চাকরির খোঁজ করছেন! যোগ্যতা থাকা সত্ত্বেও এখনো বেকার? ব্যাংকিং সেক্টরে কাজ করার ইচ্ছা রাখেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। The Indian Banks’ Association (IBA) এর পক্ষ থেকে উচ্চপদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে । শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি,মাসিক বেতন,নিয়োগ প্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে আজকে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন এবং প্রয়োজনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IBA New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এক্ষেত্রে বিভিন্ন বিভাগে Manager পদে নিযুক্ত করা হবে।
আবেদন শুরুর তারিখ : 👉উক্ত পদটির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ২৯ শে মে ২০২৪ তারিখ থেকে ।
আবেদনের শেষ তারিখ: 👉সংশ্লিষ্ট পদটির জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২- ই জুন ২০২৪ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর : 👉HR&IR/O/2024/1115
আরো পড়ুন : শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট (বন্দরের ) পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত,বেতন ৪৬৫০০
আরো পড়ুন : জাতীয় তদন্তকারী সংস্থাতে চাকরি, মোটা বেতনের মাইনে,আবেদন শুরু
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৪ টি শূন্যপদে ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

বিভিন্ন বিভাগ অনুযায়ী শূন্যপদের বিস্তারিত বিন্যাস নিচে দেওয়া হল।
Salary (বেতন): 👉ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এক্ষেত্রে উক্ত পদে যোগ্য প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে মাসিক ৪৫,৬০০ – ১০৮৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা ও থাকবে ।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।
IBA New Recruitment 2024

IBA New Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
IBA তে ম্যানেজার পদে আবেদন করতে আবেদনকারীদের ০১/০৫/২০২৪ তারিখ অনুসারে সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সসীমা মধ্যে হতে হবে।

বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
এক্ষেত্রে বিভিন্ন বিভাগে ম্যানেজার পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন।
১) Manager : যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস সঙ্গে Banking/Financial industry বা hospitality sector এ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২) Manager (PS&BT) : যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.E./ B.Tech (Computer Science) /B.Sc(IT) / MCA যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং সঙ্গে Banking or Financial Sector(IT Department) / IT Industry তে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

৩) Manager (Legal) : যে কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে LLB বা তার সমতুল্য পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং সঙ্গে Banking / Financial sector/ legal firm এ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে কোন রূপ লিখিত পরীক্ষা হবে না। যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করবেন তাদের যোগ্যতার ভিত্তিতে মেরিট তালিকা এবং সরাসরি ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে এবং উক্ত ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের যোগ্য হিসেবে বাছাই করে নেওয়া হবে।
বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন : মাধ্যমিক পাশে BPNL এ বিরাট শূন্যপদে নিয়োগ,আবেদন শুরু

IBA New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।

সর্বপ্রথম এক্ষেত্রে IBA এর আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।

এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।

তবে একবার আবেদন পত্র সাবমিট করার পর পুনরায় আবেদনপত্রে দেওয়া তথ্য সংশোধন করা যাবে না অথবা আবেদন মূল্য ফেরত পাওয়া যাবে না।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IBA এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

আবেদন মূল্য: এক্ষেত্রে আবেদন করতে কোনরূপ আবেদন মূল্য লাগবে না।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment