ICDS recruitment 2024:পশ্চিমবঙ্গ সরকারের অধিনস্ত একটি গুরুত্বপূর্ণ বিভাগ শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণের অন্তর্গত দুটি অঞ্চলে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অঙ্গনওয়াড়ি কর্মীপদে পদোন্নতির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে যে সকল সহায়িকারা ন্যূনতম পাঁচ বছর নীরবিচ্ছিন্নভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত ছিল তাদেরই কেবলমাত্র পদোন্নতির জন্য অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্ত করা হবে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিস্তারিত তথ্য
বিজ্ঞপ্তি নম্বর: 17/ICDS/JLD-II
পদের নাম- অঙ্গনওয়াড়ি কর্মী
প্রয়োজনীয় তারিখ :
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৩০ শে জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখ: ২৩ এ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত
আরো পড়ুন: ১০+২ পাস যোগ্যতায় ভারত সরকার অধীনস্থ কৃষি ও কৃষাণ কল্যাণ বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ।
আরো পড়ুন: আসাম এপেক্স ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
JOB DETAILS (চাকরির বিবরণ)
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): ICDS |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): অফলাইন |
Job Posting ( কর্মস্থল): পুরুলিয়া জেলার অন্তর্গত বিভিন্ন শিশু বিকাশ কেন্দ্র |
Vacancy (পদ সংখ্যা): ১৮১ |
Salary (বেতন): বর্তমানে চালু মাসিক ভাতা ৪৫০০/- টাকা এবং সাথে অতিরিক্ত ৩৭৫০/- টাকা সাম্মানিক ভাতা দেওয়া হবে। |
Required Eligibility (প্রয়োজনীয় তথ্য)
Age Limit (বয়স সীমা): সর্বোচ্চ ৬৫ বছর(৩০.০১.২০২৪ অনুযায়ী) |
Nationality (জাতীয়তা): ভারতীয় |
Application Fees (আবেদন মূল্য): না |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): এক্ষেত্রে যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পাস হতে হবে তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রেও কোনো রকমের অন্তরায় হবে না। তবে যে সকল সহায়িকারা ১৯.০৯.২০১৩ এর আগে সহায়িকা পদে যোগদান করেছিলেন কিন্তু সেই সময় সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা তার থেকে উচ্চতর যে শিক্ষাগত যোগ্যতা সেটা গোপন করে ছিলেন ,সেই সকল সহায়িকারা এখন আবেদন করতে পারবেন না। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে. এক্ষেত্রে মোট ৫০ নম্বরে পরীক্ষা হবে যার মধ্যে 35 নম্বর লিখিত পরীক্ষা, অভিজ্ঞতার ওপর নির্ভর করে সর্বোচ্চ ১০ নম্বর দেওয়া হবে(যে সকল সহায়িকারা আট বছর বা তা উর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে তাদের ৫ নম্বর এবং যে সকল সহায়িকারা ১১ বছর বা তার উর্দ্ধে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করেছিল তাদের ১০ নম্বর দেওয়া হবে)। এছাড়া মৌখিক পরীক্ষায় ৫ নম্বর থাকবে। |
আবেদন পদ্ধতি(application procedure)
এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে. এক্ষেত্রে প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল নোটিশ লিংক টিতে ক্লিক করে সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটি ঝালদা -২,সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প,পো -জিউদারু ,থানা কোটশিলা ,পিন ৭২৩১১৩ ,জেলা পুরুলিয়া এর কার্যালয়ে হাতে হাতে গিয়ে জমা দিতে হবে। এই ক্ষেত্রে ডাকযোগে কোন মতে আবেদনপত্র পাঠালে সেটি গ্রাহ্য হবে না এবং সম্পূর্ণ আবেদন পত্রটি বাতিল গণ্য হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সাথে পাঁচ টাকার ডাকটিকিট যুক্ত করে এবং দু কপি ফটো সমেত পাঠিয়ে দিতে হবে পুরুলিয়ার কার্যালয়ে।
3 thoughts on “ICDS Recruitment 2024:মাধ্যমিক পাস যোগ্যতায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ”