ICF New Recruitment 2024 :ভারতীয় রেলওয়ের INTEGRAL COACH FACTORY এর পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে কারপেন্টার সহ আরো একাধিক পদে নিয়োগ করা হবে।যে সকল চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক ,আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেকোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক।আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
ICF New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এর তরফ থেকে এক্ষেত্রে একাধিক পদে নিয়োগ করা হবে।পদগুলি হলো : ১) CARPENTER ২) ELECTRICIAN ৩) FITTER ৪) MACHINIST ৫) PAINTER ৬) WELDER এছাড়াও ১) MLT-Radiology ২) MLT-Pathology ৩) PASAA |
আবেদন শুরুর তারিখ : 👉 | উক্ত পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ২২ শে মে ২০২৪ তারিখ সকাল ৯:৩০ মিনিট থেকে। এক্ষেত্রে আবেদন চলবে প্রায় ১ মাস ধরে । |
আবেদনের শেষ তারিখ: 👉 | সংশ্লিষ্ট পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১-শে জুন ২০২৪ তারিখ বিকাল ৫:৩০ পর্যন্ত। |
বিজ্ঞপ্তি নম্বর 👉 | PB/RR/39/App |
✍ আরো পড়ুন : লিখিত পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল ব্যাংকে নিয়োগ,বেতন ৪৫০০০ টাকা
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট সকল বিভাগ মিলিয়ে মোট ১০০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রতিটি বিভাগ অনুসারে শূন্যপদের বিন্যাস নিচে উল্লেখ করা হলো। তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে। |
Salary (বেতন): 👉 | ভারতীয় রেলের বেতন কাঠামো অনুযায়ী প্রথম বছর ট্রেনিং পিরিয়ড সময় যারা Freshers (মাধ্যমিক পাস) তাদের প্রতি মাসে ৬০০০/- টাকা স্টাইপেন্ড *যারা Freshers (উচ্চ মাধ্যমিক পাস) এবং Ex-ITI–National or State certificate holder তাদের প্রতি মাসে ৭০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার পড়ুন । |
ICF New Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্টপদগুলিতে যারা যারা আবেদন করতে ইচ্ছুক ,এক্ষেত্রে আইটিআই পাস চাকরি প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৪ বছরের মধ্যে হতে হবে। Non ITI পাস চাকরি প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২২ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST রা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
উক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস সঙ্গে কিছু পদের ক্ষেত্রে টেকনিকাল ডিগ্রী অর্থাৎ আইটিআই ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বের করা হবে, এবং যোগ্য প্রার্থীকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে । আবেদনকারী দের অবশ্যই আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সিলেকশন প্রসেস কমপ্লিট না হওয়া অবধি active রাখতে হবে। যদি কোন আবেদন প্রার্থী কোভিড-১৯ এর সময়ে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকে তবে সেই সকল প্রার্থীকে ক্লাস নাইন এর মার্কশিট এবং ক্লাস টেনের হাফ ইয়ারলির মার্কশিট জমা করতে হবে। *যদি কোন দুজন যোগ্য প্রার্থীদের মাধ্যমিকের নম্বর সমান হয়ে থাকে তবে সেক্ষেত্রে যে প্রার্থীর বয়সসীমা বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
✍ আরো পড়ুন : অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ – WB District Court Recruitment 2024
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে রেলে নতুন নিয়োগ বহু শূন্যপদে – RRC New Job Recruitment 2024
ICF New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
সংশ্লিষ্ট পদগুলির জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে। এক্ষেত্রে INTEGRAL COACH FACTORY এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।
এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।
তবে একবার আবেদন পত্র সাবমিট করার পর পুনরায় আবেদনপত্রে দেওয়া তথ্য সংশোধন করা যাবে না অথবা আবেদন মূল্য ফেরত পাওয়া যাবে না।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি ICF এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
আবেদন মূল্য: এক্ষেত্রে উক্ত পদগুলিতে আবেদন করার জন্য সাধারণ (জেনারেল) শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা + সার্ভিস চার্জ দিতে হবে এবং SC/ST/PwBD/মহিলা দের কোনরূপ আবেদন মূল্য দিতে হবে না।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
3 thoughts on “রেলের কোচ ফ্যাক্টরিতে মাধ্যমিক পাসে নিয়োগ,আবেদন শুরু,ICF New Recruitment 2024”