IDBI Bank Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর | IDBI ব্যাংকের পক্ষ থেকে চুক্তি ভিত্তিক Chief Data Officer পদে কর্মী নিয়োগ করা হবে।যে সকল চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরি করার জন্য ইচ্ছুক তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে চলেছে | এক্ষেত্রে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে | আবেদন পদ্ধতি ,শূন্য পদ ,মাসিক বেতন ,যোগ্যতা ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে, তাই আবেদনের পূর্বে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন |
একনজরে 👀 :
IDBI Bank Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: | IDBI ব্যাঙ্কের পক্ষ থেকে চুক্তি ভিত্তিক Chief Data Officer পদে কর্মী নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : | ইতিমধ্যে আবেদন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। |
আবেদনের শেষ তারিখ: | বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ প্রকাশিত হয়নি তবে আগ্রহী প্রার্থীরা এত তাড়াতাড়ি সম্ভব আবেদন জানাতে পারবেন। পদ সংখ্যা সীমিত, তাই শীঘ্রই আবেদন করুন। |
✍ আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে সরাসরি নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে Email-এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | Chief Data Officer পদে সব মিলিয়ে মোট ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদের বিন্যাস সম্পর্কিত বিবরণ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। |
Salary (বেতন): 👉 | IDBI ব্যাংকের বেতন কাঠামো অনুযায়ী যোগ্য প্রার্থীদের ন্যায্য বেতন দেওয়া হবে। |
IDBI Bank Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
Chief Data Officer পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নূন্যতম ৪০ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
Chief Data Officer পদে আবেদন জানানোর জন্য প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা দরকার তা নিম্নে দেওয়া হলো- * যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে MSc ডিগ্রী থাকতে হবে। *যেকোন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ-সময়ের স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। *ডেটা সায়েন্স বা ডেটা ম্যানেজমেন্টে অতিরিক্ত যোগ্যতা আবশ্যিক। *বাণিজ্যিক ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান, বিএফএসআই বা ফিনটেকের মতো সেক্টরগুলির মধ্যে নেতৃত্বের ভূমিকায় 5 বছর সহ তথ্য প্রযুক্তি যেমন ডেটা ব্যবস্থাপনা, সুরক্ষা এবং সুরক্ষা সম্পর্কিত ক্ষেত্রে কমপক্ষে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে কিছু অতিরিক্ত যোগ্যতার উল্লেখ করা হয়েছে, আবেদনের পূর্বে একবার দেখে নেবেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের তিনটি ধাপে নিয়োগ করা হবে- *প্রাথমিক স্ক্রীনিং, *ডকুমেন্ট ভেরিফিকেশন এবং * সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
✍ আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হাওড়া জেলা পরিষদের কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : উচ্চ মাধ্যমিক পাসে বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে বেশ অনেক সংখ্যক শূন্য পদে নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
IDBI Bank Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে আবেদন করতে হবে Email এর মাধ্যমে।
সর্বপ্রথম IDBI Bank এর অফিসিয়াল পেজ www.idbibank.in এ গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে।এরপর এপ্লিকেশন ফর্মটি নিজস্ব তথ্য দিয়ে সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আবেদন পত্রটির সাথে সংযোগ করে সেটিকে ইমেইলের মারফত পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই যে পোস্টে আবেদন করতে চাইছেন সেই পোষ্টের নাম উল্লেখ করতে হবে।
Email ID: rec.experts@idbi.co.in
আবেদন ফী:- IDBI ব্যাংকের সংশ্লিষ্ট পদে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IDBI Bank এর অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |