IDBI Bank Vacancy 2024 : IDBI ব্যাংকের পক্ষ থেকে ডাটা অ্যানালিটিক্স সহ একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ আগামীকাল। আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে পারে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন?বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারী দের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
🎯 IDBI Bank Vacancy 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇 |
IDBI পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো, ১) Head – Data Analytics ২) Deputy CTO – Digital ৩) DPO ( Data Protection Officer ) |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇 |
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ 👇 |
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে ইমেইল এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, সমস্ত পদ মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ প্রতিটি পদে ০১ জন করে কর্মী নিয়োগ করা হবে। Head – Data Analytics: ০১ টি Deputy CTO – Digital: ০১ টি DPO: ০১ টি শূন্যপদের বিন্যাস বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন। |
Salary (বেতন) 👇 |
সংশ্লিষ্ট পদ গুলিতে যোগ্য প্রার্থীদের তাদের experience,Seniority level ইত্যাদির ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে, যা নির্ভর করে IDBI ব্যাংকের রিক্রুটমেন্ট বোর্ডের ওপর। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। |
🎯 IDBI Bank Vacancy 2024 প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব ও নিম্ন ক্রম ভিন্ন। ১) Data Protection Officer (DPO : নূন্যতম ৪৫ , সর্বোচ্চ ৬০ বছর ২) Head – Data Analytics: সর্বোচ্চ ৫৭ বছর ৩) Deputy Chief Technology Officer – Digital: নূন্যতম ৪৫ , সর্বোচ্চ ৫৫ বছর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
* Head – Data Analytics : ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিকসে যোগ্যতা সহ ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে স্নাতক/মাস্টার্স ডিগ্রি। আইটি এবং analytics এ কমপক্ষে 12 বছরের অভিজ্ঞতা। * Data Protection Officer (DPO) : CIPP, CIPM-এর মতো সার্টিফিকেশন সহ স্নাতক এবং data privacy and regulations উপর ফোকাস সহ IT-তে 15 বছরের অভিজ্ঞতা। * Deputy Chief Technology Officer – Digital : ক্লাউড, এআই/এমএল, ব্লকচেইন ইত্যাদির মতো ডিজিটাল প্রযুক্তিতে জ্ঞান সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরোও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
IDBI পক্ষ থেকে যেকোনো পদে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক স্ক্রীনিং এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। |
🎯 IDBI Bank Vacancy 2024 প্রয়োজনীয় তথ্য
আগ্রহী প্রার্থীদের অবশ্যই 27 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে rec.experts@idbi.co.in অফিসিয়াল ইমেলের মাধ্যমে তাদের আবেদন পাঠাতে হবে । আবেদনে অবশ্যই সমস্ত প্রয়োজনীয় নথি এবং বিবরণ অন্তর্ভুক্ত থাকতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদন লিংক 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
সাধারণ প্রশ্নোত্তর (FAQ) দেওয়া হল:
প্রশ্ন ১: IDBI ব্যাংকের কোন কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে?
উত্তর: হেড – ডেটা অ্যানালিটিক্স, ডেপুটি চিফ টেকনোলজি অফিসার – ডিজিটাল, এবং ডেটা প্রোটেকশন অফিসার (DPO) পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রশ্ন ২: এই পদগুলির জন্য যোগ্যতা কি?
উত্তর: প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। নির্দিষ্ট যোগ্যতার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
প্রশ্ন ৩: বয়সসীমা কি?
উত্তর: হেড – ডেটা অ্যানালিটিক্স পদের জন্য সর্বাধিক বয়স ৫৭ বছর, ডেপুটি চিফ টেকনোলজি অফিসার – ডিজিটাল পদের জন্য ৪৫ থেকে ৫৫ বছর, এবং ডেটা প্রোটেকশন অফিসার (DPO) পদের জন্য ৪৫ থেকে ৬০ বছর।
প্রশ্ন ৪: বেতন কাঠামো কেমন?
উত্তর: বেতন অভিজ্ঞতা এবং পদমর্যাদার উপর নির্ভর করবে। এটি স্থির এবং পরিবর্তনশীল উভয় ধরনের বেতন অন্তর্ভুক্ত করবে।
প্রশ্ন ৫: আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে?
উত্তর: প্রার্থীদের IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, ২০২৪।
প্রশ্ন ৬: নির্বাচন প্রক্রিয়া কি?
উত্তর: নির্বাচন প্রক্রিয়া গ্রুপ ডিসকাশন এবং/অথবা ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন হবে।
আশা করি এই প্রশ্নোত্তরগুলি আপনার কাজে আসবে। আরও কিছু জানার থাকলে, নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন!
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IDBI অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ। 🙏