Indian Bank Job Recruitment 2024:ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মোটা বেতনের মাইনে

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Indian Bank Job Recruitment 2024: সম্প্রীতি ইন্ডিয়ান ব্যাঙ্ক এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যে সকল আবেদনকারীরা বহু দিন ধরে ব্যাংকে চাকরি করার সুযোগ খুঁজছিলে তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি গুরুত্বপূর্ণ হতে পারে | আজকের এই প্রতিবেদনে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা শূন্য পদের সংখ্যা মাসিক বেতন সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে | তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে একবার পড়বেন |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Bank Job Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉 এক্ষেত্রে INDIAN BANK এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করা হবে তা হল : Faculty (Support Staff)
আবেদন শুরুর তারিখ : 👉আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ।
আবেদনের শেষ তারিখ: 👉আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০মে ২০২৪ বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত।

আরো পড়ুন : মাধ্যমিক পাশে ভারতীয় নৌসেনাতে নিয়োগ ,আবেদন শুরু

Indian Bank Job Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): 👉 সম্প্রতি INDIAN BANK RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE
(INDRSETI) পক্ষ থেকে উক্ত পদ তে নিয়োগ করা হবে।
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে INDRSETI এর পক্ষ থেকে মোট ১ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 
Salary (বেতন): 👉উক্ত পদে যোগ্য চাকরি প্রার্থীদের মাসিক ২০ হাজার টাকা শুরুতে বেতন দেওয়া হবে | যেহেতু এক্ষেত্রে যোগ্য চাকরিপ্রার্থীদের তিন বছরের কন্ট্রাক্টচুয়াল এ নিয়োগ করা হবে তাই যোগ্যতার ওপর নির্ভর করে প্রতিবছর মাসিক বেতন ১০% করে বাড়ানো হবে | এছাড়াও যাতায়াতের ভাড়া বাবদ মাসিক দেড় হাজার টাকা করে Fixed Travel Allowance (FTA) দেওয়া হবে |

এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা ও থাকবে |

বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।

Indian Bank Job Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
যে সকল আবেদনকারীরা উক্ত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সীমা সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে,এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে |

বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
এক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই যেকোনো স্বীকৃতবিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যিক |

তবে যদি আবেদনকারীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ((MSW/M.A in Rural Development / M.A in Sociology / Psychology / B.Sc.(Veterinary)/B.Sc.(Horticulture)/B.Sc.(Agri.,)/ B.Sc. Agri. Marketing, BA with B.Ed) থাকে তবে সেই যোগ্যতার প্রমাণপত্র এক্ষেত্রে জমা করতে পারবে |

* এছাড়া তামিল এবং ইংরেজি ভাষায় কথা বলা জানতে হবে |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে আবেদনকারীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে| প্রথমত লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়ত পার্সোনাল ইন্টারভিউ। 
 লিখিত পরীক্ষা নেওয়া হবে : General Knowledge এবং কম্পিউটারের বেসিক নলেজ এর উপর নির্ভর করে |
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ টেস্ট এর জন্য ডেকে নেওয়া হবে
 
আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক পাশে Axis Bank এ কর্মী নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু

আরো পড়ুন : মাধ্যমিক পাশে আবারও রেলের গ্রুপ ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Indian Bank Job Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে | প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বার করে ,আবেদন পত্রটি তে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভরে কুরিয়ার এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ২০ মে ২০২৪ তারিখের আগে | সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি একত্রিত করে, নিচে নিজস্ব সই করে জমা দিতে হবে |

আবেদন মূল্য: এক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনপত্র পাঠানো ঠিকানা :

The Director,
Indian Bank Rural Self Employment Training Institute
No.5, Alamelupuran
Mambalapattu Road
Villupuram – 605602
With inscription Application for the post of Faculty

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি INDIAN BANK RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE (INDRSETI) এর অফিসিয়াল পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

* প্রয়োজনীয় অফিসিয়াল মোবাইল নম্বর ও ইমেল আইডি : 👉

মোবাইল নম্বর : 04146 294115 ; Email id– indsetivillupuram2012@gmail.com

প্রয়োজনীয় ডকুমেন্টস :

Indian Bank Job Recruitment 2024

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE