Indian post office recruitment 2024:মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Post office recruitment 2024:মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই খুশির খবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগের ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য ছেলেও এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন ভারতের যেকোন নাগরিক। এক্ষেত্রে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কত, নূন্যতম বয়সী বা কত ,সবকিছু বিস্তারিত আলোচনা হয়েছে আজকের প্রতিবেদনে ,তাই আবেদন করার পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় ডাক বিভাগে আবেদনের বিস্তারিত তথ্য

পদের নাম: গ্রুপ ডি (নন গেজেটেড) কর্মী নিয়োগ

প্রয়োজনীয় তারিখ:

আবেদনের শুরু তারিখ: ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে

আবেদনের শেষ তারিখ:১৬ ই ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতা কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই ডি এম অফিসে কর্মী নিয়োগ

আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Post office recruitment 2024 job details (চাকরির বিবরণ)

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): Indian post office recruitment 2024
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): অফলাইন
Job Posting ( কর্মস্থল): কানপুর সার্কেলে কয়েকটি পোস্ট অফিস
Vacancy (পদ সংখ্যা): ৭৮
Salary (বেতন): ১৯,০০০/- টাকা সঙ্গে PF,ESI,TA,DA এবং অন্যান্য সকল সরকারি সুবিধা পাওয়া যাবে।

INDIAN POST OFFICE RECRUITMENT 2024 REQUIRED ELIGIBILITY (প্রয়োজনীয় তথ্য)

Age Limit(বয়স সীমা): সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর এবং সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর, তবে SC /ST /PWD দের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর, এবং ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আর এই বয়সের ছাড়পত্র পাওয়ার জন্য জাতির শংসাপত্র থাকা আবশ্যক।
Nationality (জাতীয়তা): ভারতীয়
Application Fees (আবেদন মূল্য): General দের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০ টাকা, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন মূল্য লাগবে না।
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): মাধ্যমিক বা তার সমতুল্য পাস এবং সঙ্গে চার চাকার গাড়ি চালানো জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। তবে শারীরিক বা মানসিক দিক থেকে বিকলাঙ্গ চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে না।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): এক্ষেত্রে দুই ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে, প্রথমত লিখিত এবং দ্বিতীয়তও ইন্টারভিউ।
পুরো পদ্ধতি হবে ১০০ নম্বরের, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরে এবং ইন্টারভিউ ২০ নম্বরে এর মধ্যে ড্রাইভিং স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও করা হবে। দুটি পদ্ধতি মিলিয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের প্রার্থীদের নাম চূড়ান্ত তালিকায় তোলা হবে।

আরো পড়ুন: আসাম এপেক্স কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

INDIAN POST OFFICE RECRUITMENT 2024 APPLICATION PROCEDURE (আবেদন পদ্ধতি)

আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে প্রতিবেদনে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিংকটিতে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিন ।এরপর আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে তাতে সঠিকভাবে নিজের নাম ,ঠিকানা ,শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত কিছু পুরন করে সমগ্র এপ্লিকেশন ফর্মটি একটি মুখ বন্ধ খামে ভরে অফিশিয়াল ঠিকানা পাঠিয়ে দিতে হবে। খামের উপর যেই পদের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই উল্লেখ করতে হবে।

অফিসিয়াল ঠিকানা: MANAGER (GR.A)… Mail motor Service Kanpur,…GPO COMPOUND , Kanpur-208001, Uttar Pradesh

প্রয়োজনীয় ডকুমেন্ট: ১. এক কপি পাসপোর্ট সাইজ ফটো সাথে নিজের সিগনেচার ২. ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড /ভোটার কার্ড /পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ৪. ড্রাইভিং লাইসেন্স ৫. বয়সে প্রমাণপত্র ৬. জাতিগত শংসাপত্র

এক্ষেত্রে প্রতিটি প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স এর নিচে নিজের সই করতে অবশ্যই ভুলবেন না। না হলে সমগ্র এপ্লিকেশন ফর্মটি বাতিল করা হতে পারে।

অফিসিয়াল ওয়েবসাইট: ক্লিক করুন

অফিসিয়াল নোটিফিকেশন:ক্লিক করুন

1 thought on “Indian post office recruitment 2024:মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ”

Leave a Comment