IRCTC Advisor Recruitment 2024 : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে সরাসরি নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু,জানুন আবেদন পদ্ধতি

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

IRCTC Advisor Recruitment 2024 :রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর। যে সকল বেকার যুবক যুবতীরা রেলে চাকরি করার স্বপ্ন দেখেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। এক্ষেত্রে রেলের ট্যুরিজম দপ্তরের পক্ষ থেকে এডভাইজার পদে নিয়োগ চলছে।এক্ষেত্রে শূন্যপদের সংখ্যাও খুব বেশি নয়, তবে ভালো বেতনের মাইনার চাকরি।আবেদন করতে হবে অফলাইনে মাধ্যমে । আবেদন পদ্ধতি,মাসিক বেতন,নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই যে সকল চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IRCTC Advisor Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉IRCTC -এর পক্ষ থেকে এক্ষেত্রে যে পদে নিয়োগ করা হবে তাহলো-
* Advisor (Technical)
আবেদন শুরুর তারিখ : 👉সংশ্লিষ্ট পদে আবেদন ইতিমধ্যে গত ০৪ জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে।আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ : 👉যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ২৬ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে।
আরো পড়ুন : এয়ার ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ শুরু,সরাসরি ইন্টারভিউর মাধ্যমে,শীঘ্রই আবেদন করুন
আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ০১ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
Salary (বেতন): 👉বিজ্ঞপ্তিতে বেতনের পরিমাণ সঠিকভাবে উল্লেখ করা নেই। তবে সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য প্রার্থীদের ৬৭০০ টাকা / diem বেতন দেওয়া হবে।
বেতন সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে আবেদন করবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন
আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর সংখ্যক মেডিকেল অফিসার নিয়োগ,জানুন বিস্তারিত

IRCTC Advisor Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের ০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৬৪ বছর বয়সের মধ্যে হতে হবে।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
IRCTC -এর Advisor (Technical) পদে আবেদন করবার জন্য আবেদনকারীকে অবশ্যই UGC/ AICTE স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে Bachelor of Science বা Technology ডিগ্রি যোগ্যতা সম্পন্ন হতে হবে।
এছাড়াও সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি তে বিশেষ অতিরিক্ত কিছু যোগ্যতা ও অভিজ্ঞতার উল্লেখ করা হয়েছে ,অনুগ্রহ করে আবেদনের পূর্বে বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে IRCTC-এর পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ ( Video conferencing) এর মাধ্যমে নিয়োগ করা হবে।
বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ
আরো পড়ুন : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, মাসিক ৬০০০০ টাকা, জানুন বিস্তারিত তথ্য

IRCTC Advisor Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। সেখান থেকে আবেদন পত্রটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।এরপরে আবেদন পত্রটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Additional General Manager (HRD) , HR Department, IRCTC Ltd. ,12th Floor, Statesman House, Barakhamba Road, New Delhi-110001

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IRCTC অফিসিয়াল পোর্টাল পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉https://irctc.com/new-openings.html
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

13 thoughts on “IRCTC Advisor Recruitment 2024 : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে সরাসরি নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু,জানুন আবেদন পদ্ধতি”

Leave a Comment