IRCTC Hospitality Monitors Recruitment ২০২৪: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর পক্ষ থেকে সম্প্রতি চুক্তিভিত্তিকভাবে নতুন এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। একেতে কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন?বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারী দের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
🎯 IRCTC Hospitality Monitors Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇 |
IRCTC পক্ষ থেকে এক্ষেত্রে Hospitality Monitors ( হসপিটালিটি মনিটর) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇 |
হসপিটালিটি মনিটর পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় গিয়ে আবেদন পত্র সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে জমা দিতে হবে। |
আবেদনের শেষ তারিখ 👇 |
এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু বিভিন্ন লোকেশন অনুযায়ী এই ইন্টারভিউ এর তারিখ বিভিন্ন। স্থান অনুযায়ী ইন্টারভিউ এর তারিখ বিস্তারিত নিচে দেওয়া হল। |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, হসপিটালিটি মনিটর পদে মোট ১৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের বিন্যাস বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন। |
Salary (বেতন) 👇 |
সংশ্লিষ্ট পদে যোগ্য প্রার্থীদের মাসিক ৩০ হাজার টাকা বেতন প্রদান করা হবে সঙ্গে DA,TA এছাড়াও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থাকবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। |
🎯 IRCTC Hospitality Monitors Recruitment 2024 প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনে আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ ২৮ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
হসপিটালিটি মনিটর পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই: ১) NCHM&CT/UGC/AICTE/Government of India স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হসপিটালিটি এবং হোটেল এডমিনিস্ট্রেশন বিষয়ে পূর্ণ সময়ের B,SC ডিগ্রি সম্পন্ন হতে হবে। অথবা, ২) Indian Culinary Institutes এর অন্তর্গত Culinary Arts বিষয়ে BBA/MBA ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে। * সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের কর্ম দক্ষতা থাকা আবশ্যিক। এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরোও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
IRCTC পক্ষ থেকে হসপিটালিটি মনিটর পদে আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। |
🎯 IRCTC Hospitality Monitors Recruitment প্রয়োজনীয় তথ্য
এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে। পূর্বে যদি আবেদন করা থাকে তবে সেই পুরনো আইডি ও পাসওয়ার্ড দিয়ে IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুনরায় লগইন করে নিতে হবে। যদি প্রথমবার হয় তবে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
এবার আবেদন পত্রটিতে নিজস্ব নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সমস্ত নথিপত্র সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখন সমস্ত আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা তা পুনরায় একবার দেখে নিয়ে আবেদন মূল্য জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদন লিংক 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: IRCTC Hospitality Monitors পদে নিয়োগের জন্য কী যোগ্যতা প্রয়োজন?
উত্তর: প্রার্থীদের পূর্ণকালীন B.Sc. in Hospitality and Hotel Administration অথবা BBA/MBA (Culinary Arts) ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রশ্ন ২: নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে?
উত্তর: প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউতে প্রার্থীদের পারফরম্যান্স এবং যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে।
প্রশ্ন ৩: এই পদে নিয়োগের জন্য বয়সসীমা কী?
উত্তর: সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ২৮ বছর। তবে, SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ছাড় দেওয়া হবে।
প্রশ্ন ৪: বেতন কত হবে?
উত্তর: নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা (স্ট্যাটুটরি ডিডাকশন সহ) এবং অন্যান্য ভাতা প্রযোজ্য হবে।
প্রশ্ন ৫: নিয়োগের মেয়াদ কতদিনের জন্য হবে?
উত্তর: প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, যা প্রয়োজন এবং সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে আরও ১ বছর বাড়ানো যেতে পারে।
প্রশ্ন ৬: কোথায় পোস্টিং হবে?
উত্তর: নির্বাচিত প্রার্থীদের দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর এবং IRCTC উত্তর অঞ্চলের অন্যান্য স্থানে পোস্টিং করা হতে পারে। তবে, প্রার্থীদের ভারতবর্ষের যেকোনো স্থানে পোস্টিং করা হতে পারে।
আশা করি এই প্রশ্নোত্তরগুলি আপনার জন্য সহায়ক হবে। আরও কিছু জানার থাকলে, নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন!
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IRCTC অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ। 🙏