ISI Kolkata Recruitment 2024:লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সংস্থা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন ৩২ হাজার টাকা

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

ISI Kolkata Recruitment 2024 : আমাদের রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর |সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা ইন্ডিয়ান স্ট্যাটিকাল ইনস্টিটিউট তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে |এক্ষেত্রে কোন রূপ লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে| তাই যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক এর প্রতিবেদনটি তাদের জন্য| আবেদন পদ্ধতি ,শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম বয়সসীমা ,মাসিক বেতন ইত্যাদি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ISI Kolkata Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম: এক্ষেত্রে যে পদে নিয়োগ করা হবে, সেটি  হলো : প্রজেক্ট লিংক জুনিয়র রিসার্চ পারসন
বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ: ইতিমধ্যে শুরু 
বিজ্ঞপ্তি নম্বর : PU/507/ADV/1093
আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ১৯/০৪/২০২৪.
আরো পড়ুন : লিখিত পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে  একাধিক পদে কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু
আরো পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে লিখিত পরীক্ষা ছাড়াই অ্যাক্সিস ব্যাংকের কর্মী নিয়োগ,এখনই আবেদন করুন

ISI Kolkata Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): ইন্ডিয়ান স্ট্যাটিকাল ইনস্টিটিউট
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): ইমেইলের মাধ্যমে
Vacancy (পদ সংখ্যা):  বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
Salary (বেতন): এক্ষেত্রে মাসিক বেতন ন্যূনতম ২৭ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত ধার্য করা  হয়েছে |  এছাড়া সরকারি নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন।

ISI Kolkata Recruitment 2024  REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)


Age Limit(বয়স সীমা): এক্ষেত্রে 01.01.2024 অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত।
Nationality (জাতীয়তা): ভারতীয়

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):

এক্ষেত্রে আবেদন প্রার্থীর অবশ্যই কম্পিউটার সাইন্স /ইনফরমেশন  টেকনোলজি /ইলেকট্রনিক্স /ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা এর সমতুল্য বিষয়ে B.E/B.Tech থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স /ম্যাথমেটিক্স / ফিজিক্স বা তার সমতুল্য বিষয়ে MSC  ডিগ্রী থাকা বাধ্যতামূলক |

 এছাড়াও আবেদন প্রার্থীকে অবশ্যই পাইথন বা C/C++  এ মত কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষার জ্ঞান থাকতে হবে |

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I

Selection Procedure (নির্বাচন পদ্ধতি):

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এক্ষেত্রে কোনরূপ লিখিত পরীক্ষা হবে না , সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে |

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I

আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতা ইন্টারভিউ এর মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ,আবেদন প্রক্রিয়া শুরু

ISI Kolkata Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

এক্ষেত্রে আবেদন জানাতে হবে ইমেইল আইডির মাধ্যমে | প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল  বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে নিতে হবে |

এবার আবেদন পত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে ,এর সঙ্গে প্রয়োজনীয় তথ্য সমূহ একটি PDF এর আকারে স্ক্যান করে ইন্ডিয়ান স্ট্যাটিকাল ইনস্টিটিউট এর বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে |

ইমেল আইডিটি হল : umapadap@gmail.com

প্রয়োজনীয় ডকুমেন্টস: সেগুলি হল- ১.  চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা. ২.আধার কার্ড ৩.ভোটার কার্ড ৪.প্যান কার্ড ৫.রঙিন পাসপোর্ট সাইজের ফটোকপি ৬.গ্রাজুয়েশন পাস সার্টিফিকেট ৭. জাতিগত শংসাপত্র  ৮.  উচ্চতর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি ইন্ডিয়ান স্ট্যাটিকাল ইনস্টিটিউট অফিসিয়াল পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন.

অফিসিয়াল ওয়েবসাইট : CLICK HERE

অফিসিয়াল নোটিফিকেশন: CLICK HERE

আবেদনের লিংক : CLICK HERE

Leave a Comment