Jhargram District Group D Recruitment 2024 : আমাদের রাজ্যের ঝাড়গ্রাম জেলার কালেক্টারি অফিসে নুন্যতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় একাধিক পদে নিয়োগে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন?বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারী দের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
🎯 Jhargram District Group D Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇 |
ঝাড়গ্রাম জেলা কালেক্টর অফিসে পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা হল : কর্মবন্ধু , কুক , দারোয়ান কাম নাইট গার্ড , হেলপার , সুপারিনটেনডেন্ট , এবং ম্যাট্রন। |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇 |
উল্লেখিত পদ গুলিতে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ 👇 |
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আগামি ৪ ঠা অক্টোবর ২০২৪ তারিখ বিকাল সাড়ে পাঁচটার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন পদ মিলিয়ে মোট ০৬ জন কর্মীকে নিযুক্ত করা হবে, অর্থাৎ প্রতিটি পদে জন্য ০১ জন করে কর্মী নিয়োগ করা হবে। আরো জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন। |
Salary (বেতন) 👇 |
বিভিন্ন পদ অনুসারে বেতন ক্রম ভিন্ন। ১) কর্মবন্ধু — মাসে ৩,০০০/- টাকা ২) কুক —- মাসে ৭,০০০/- টাকা ৩) হেলপার —- মাসে ৫,০০০/- টাকা ৪) দারোয়ান কাম নাইট গার্ড — মাসে ৬,০০০/- টাকা ৫) ম্যাট্রন — মাসে ৯,০০০/- টাকা ৬) সুপারিনটেনডেন্ট — মাসে ১৫,০০০/- টাকা |
🎯 Jhargram District Group D Recruitment 2024 প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
এক্ষেত্রে বিভিন্ন পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। * কর্মবন্ধু ,কুক, দারোয়ান কাম নাইট গার্ড, হেলপার —- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে। * সুপারিনটেনডেন্ট – নুন্যতম মাধ্যমিক পাস * ম্যাট্রন – নূন্যতম স্নাতক পাস এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরোও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
* কর্মবন্ধু, কুক, দারোয়ান কাম নাইট গার্ড, হেলপার পদে যোগ্য প্রার্থীদের সরাসরি ২৫ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। * সুপারিনটেনডেন্ট ও ম্যাট্রন পদে — লিখিত পরীক্ষা ( ১০০ নম্বরের ) এবং ইন্টারভিউ ( ২৫ নম্বরের ) বিস্তারিত আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। |
🎯 Jhargram District Group D Recruitment 2024 প্রয়োজনীয় তথ্য
অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : Office of the PO-cum-DWO, BCW&TD, Jhargram, 2nd Floor, Collectorate Complex (Near Jhargram Raj College) PO, PS & Dist. Jhargram, PIN 721507
অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদন লিংক 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: ঝাড়গ্রাম জেলা কালেক্টর অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অথবা মাধ্যমিক পাশ।
প্রশ্ন ২: আবেদন করার শেষ তারিখ কী?
উত্তর: আবেদন করার শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে। দয়া করে অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করুন।
প্রশ্ন ৩: আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হবে?
উত্তর: আবেদন প্রক্রিয়া অফলাইনে সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
প্রশ্ন ৪: কোন কোন পদে নিয়োগ করা হবে?
উত্তর: গ্রুপ ডি পদে যেমন নাইট গার্ড, ডে গার্ড, এবং গার্ডেনার সহ অন্যান্য পদে নিয়োগ করা হবে।
প্রশ্ন ৫: বয়সসীমা কত?
উত্তর: সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
প্রশ্ন ৬: মাসিক বেতন কত?
উত্তর: মাসিক বেতন ৩,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
প্রশ্ন ৭: নিয়োগ পদ্ধতি কী?
উত্তর: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
প্রশ্ন ৮: আবেদন ফি কত?
উত্তর: সাধারণ প্রার্থীদের জন্য ৩০০ টাকা এবং SC প্রার্থীদের জন্য ১০০ টাকা।
প্রশ্ন ৯: আবেদনপত্র কোথায় জমা দিতে হবে?
উত্তর: আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে। সাধারণত, জেলা কালেক্টর অফিসে জমা দিতে হবে।
আশা করি এই প্রশ্নোত্তরগুলি আপনার জন্য সহায়ক হবে! যদি আরও কোনো প্রশ্ন থাকে, জানাতে পারেন।
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি ঝাড়গ্রাম জেলা কালেক্টর অফিসে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ। 🙏