Kolkata Metro Rail New Recruitment 2024: কলকাতা মেট্রোরেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ইতিমধ্যে আবেদন শুরু

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Kolkata Metro Rail New Recruitment 2024: কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে সম্প্রতি উচ্চপদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই বিশেষ যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন । আপনি যদি বিজ্ঞপ্তিতে উল্লেখ যোগ্যতার অধিকারী হয়ে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kolkata Metro Rail New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉KOLKATA METRO RAIL CORPORATION LIMITED পক্ষ থেকে এক্ষেত্রে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
আবেদন শুরুর তারিখ : 👉আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে গত ৫ জুন ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে প্রায় ২ মাস ধরে।আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ : 👉আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে আগামী ৮ আগষ্ট ২০২৪ তারিখ পর্যন্ত।
আরো পড়ুন : ভারতীয় প্রতিরক্ষা সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,মাসিক বেতন ১২০০০০ টাকা
আরো পড়ুন : রাজ্যের স্বাস্থ্যদপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি,মাসিক বেতন ৩০০০০ টাকা
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের এক্ষেত্রে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জেনারেল ম্যানেজার পদে মোট ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Salary (বেতন): 👉জেনারেল ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে সরকারি নিয়মানুসারে মাসিক বেতন দেওয়া হবে।

Kolkata Metro Rail New Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের ১ এপ্রিল ২০২৪ তারিখ অনুসারে সর্বোচ্চ ৫৫ বছর বয়সসীমা মধ্যে হতে হবে ।

বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
জেনারেল ম্যানেজার পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই সিগন্যাল ও টেলিকম সিস্টেম দপ্তরে রক্ষণাবেক্ষণে নূন্যতম ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া কেন্দ্রীয়/রেলওয়ে/রাজ্য সরকারের মন্ত্রক/বিভাগ/পাবলিক সেক্টরে কর্মরত অফিসার হতে হবে।
উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।শুধুমাত্র ডেপুটেশনের (temporary transfer of an employee from their parent organization to another organization for a specific period) মাধ্যমে নিয়োগ করা হবে।
বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন : রেলের হাসপাতালে পার্ট টাইম কাজের সুযোগ,বেতন ৩৬৯০০ টাকা
আরো পড়ুন : মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে নিয়োগ, মাসিক বেতন ১৯৯০০ টাকা

Kolkata Metro Rail New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

নিজস্ব বায়োডাটা ( including name, father’s name, date of birth, postal address, details of qualification, E-mail address, mobile number and experience) সঙ্গে বর্তমানে যেখানে কাজ করছ সেখানকার “No Objection Certificate সাথে ২ কপি পাসপোর্ট সাইজ ফটো সংযুক্ত করে নির্দিষ্ট চ্যানেলে পাঠিয়ে দিতে হবে Joint Secretary(Deputation)/Railway Board এর দপ্তরে ৪ আগষ্ট ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:৩০ তার মধ্যে।

 বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি KOLKATA METRO RAIL CORPORATION LIMITED এর অফিসিয়াল পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment