10+2 পাস যোগ্যতায় ভারত সরকার অধীনস্থ কৃষি ও কিষান কল্যাণ (NIPHM )বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

NIPHM Recruitment 2024 : সম্প্রতি ভারত সরকার অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ বিভাগ ” কৃষি ও কিষান কল্যাণ “(NIPHM) বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ(MTS) ও অন্যান্য একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যেকোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।তবে আবেদনের আগে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
NIPHM RECRUITMENTS 2024 FULL VACANCY DETAILS

Advertisement No(বিজ্ঞপ্তি নম্বর) : 01/2024

Post Name (পদের নাম): আর্থিক উপদেষ্টা(Financial advisor), মাল্টি টাস্কিং স্টাফ এবং মালী (Gardener)

প্রয়োজনীয় তারিখ(Important Dates)

Starting Date Of Apply(আবেদন শুরুর তারিখ): 1st February 2024

Closing Date Of Apply(আবেদনের শেষে তারিখ):3rd March 2024

Job Details (চাকরির বিবরণ)
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): National Institute of Plant Health Management (NIPHM)
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি):অনলাইন
Job Posting ( কর্মস্থল): All Over India
Vacancy (পদ সংখ্যা): 04
Salary (বেতন): Follow official Notification
IMG 20240203 002022

Required Eligibility (প্রয়োজনীয় যোগ্যতা)

Age Limit (বয়স সীমা): সর্বোচ্চ 27 বছর
Nationality (জাতীয়তা): Indian
Application Fees (আবেদন মূল্য): Group A post এর জন্য – UR category 590/-,OBC category 354/-
Group C post এর জন্য UR category 295/-, OBC category 177/-
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):
আর্থিক উপদেষ্টা(Financial advisor): স্নাতক পাস(Bachelor Degree)
মাল্টি টাস্কিং স্টাফ: ম্যাট্রিকুলেশন বা সমতুল্য পাস
মালী(Gardener): ম্যাট্রিকুলেশন পাস এবং সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচারে ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন চেক করুন।

আবেদন পদ্ধতি( How to apply)

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।আবেদন করতে NIPHM এর অফিসিয়াল লিংকে ক্লিক করুন।

অফিসিয়াল ওয়েবসাইট: click here
অফিসিয়াল নোটিফিকেশন: click here

9 thoughts on “10+2 পাস যোগ্যতায় ভারত সরকার অধীনস্থ কৃষি ও কিষান কল্যাণ (NIPHM )বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ”

Leave a Comment