NHAI New Recruitment 2024 : জাতীয় সড়ক দপ্তরে একাধিক পদে নিয়োগ চলছে, বেতন ৯০০০০, জানুন আবেদন পদ্ধতি

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

NHAI New Recruitment 2024: সম্প্রতি ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি দপ্তরের পক্ষ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যেসব আগ্রহী চাকরিপ্রার্থীরা বহুদিন ভালো সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া? শূন্যপদ? বেতন সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NHAI New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো : ১) Principle DPR Expert, ২) Senior Highway Expert, ৩) Road Safety Expert, ৪) Traffic Expert, ৫) Environment / Forest Specialist, ৬) Land Acquisition Expert, ৭) Geotechnical Expert, ৮) Bridge Expert, ৯)Tunnel Expert
আবেদন শুরুর তারিখ : 👉আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন, ইতিমধ্যে ২১ জুন ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন।
আবেদন শেষ তারিখ : 👉আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদন জানতে হবে।
আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় নিয়োগ শুরু, মাসিক বেতন ১৫৬৫০০, শীঘ্রই আবেদন করুন
আরো পড়ুন : ইন্ডিয়ান ব্যাংকে প্রায় ১৫০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু, শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Vacancy (পদ সংখ্যা): 👉বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদ মিলিয়ে মোট ৩৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
১) Principal DPR Expert — ৫ টি
২) Domain Experts –Senior Highway Expert —- ৫ টি
৩) Road Safety Expert — ৫ টি
৪) Traffic Expert —- ৫ টি
৫) Environment / Forest Specialist —– ৫ টি
৬)Land Acquisition Expert —- ৫টি
৭) Geotechnical Expert —- ৫টি
৮) Bridge Expert —- ২টি
৯) Tunnel Expert —- ১টি
Salary (বেতন): 👉উক্ত পদ গুলিতে যোগ্য প্রার্থীদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি পক্ষ থেকে যোগ্যতার ভিত্তিতে সঠিক এবং ন্যায্য বেতন দেওয়া হবে। ( নূন্যতম ৯০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন)
বেতন সংক্রান্ত বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।

NHAI New Recruitment 2024  Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বয়সসীমা নির্ভর করবে কোন পদে আবেদন করা হচ্ছে তার ওপর।
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
NHAI এর সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং/স্নাতক/স্নাতকোত্তর/ পিএইচডি ডিগ্রী অর্জন করা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা নির্ভর করবে কোন পদে আবেদন করা হচ্ছে তার ওপর।
এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের NHAI এর তরফ থেকে নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির নিয়ম অনুসারে যাচায় করা হবে।
তবে এই নিয়োগ প্রক্রিয়া হবে ২ বছরের চুক্তিভিত্তিক।

বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন।
আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্য বীমা সংস্থায় নিয়োগ চলছে, সীমিত সময়,বিস্তারিত জানুন আবেদন পদ্ধতি

NHAI New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য NHAI এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এবং সবশেষে আবেদন পত্র সঠিকভাবে চেক করে আবেদন সম্পন্ন করতে হবে।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি NHAI এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE
আবেদনের লিংক 👉CLICK HERE

Leave a Comment