Post Office New Job Vacancy 2024: আপনি যদি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন ? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।এক্ষেত্রে যেকোনো ভারতীয় বেকার যুবক/ যুবতীরা আবেদন করতে সক্ষম।আবেদন পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
Post Office New Job Vacancy 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | ভারতীয় গ্রামীণ ডাক বিভাগ এর পক্ষ থেকে এক্ষেত্রে Staff Car Driver পদে নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া, ইতিমধ্যে ০৩ জুন ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ : 👉 | এ ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চলবে প্রায় ১ মাসের বেশি সময় ধরে। আবেদনের শেষ তারিখ ২৩ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত । |
✍ আরো পড়ুন : কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোম্পানিতে স্কুল পাসে নিয়োগ,আবেদন শুরু
✍ আরো পড়ুন : ভারতীয় প্রতিরক্ষা সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,মাসিক বেতন ১২০০০০ টাকা
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের এক্ষেত্রে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Staff Car Driver পদে মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে। |
Salary (বেতন): 👉 | ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে স্টাফ কার ড্রাইভার পদে যোগ্য প্রার্থীদের মাসিক ১৯৯০০/-টাকা থেকে ৬৩২০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে যোগ্যতার ওপর ভিত্তি করে। |
Post Office New Job Vacancy 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের সর্বোচ্চ ৫৬ বছর বয়সসীমা মধ্যে হতে হবে । বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করতে আবেদনকারীদের অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়া মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। * এছাড়াও গাড়ি চালানোর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে আবেদন প্রার্থীদের নিয়োগ করা হবে মূলত ভারী এবং হালকা যানবাহন চালানোর দক্ষতার ভিত্তিতে | এছাড়া আবেদনকারীদের অবশ্যই যানবাহনের ছোটখাটো সমস্যার সমাধানের দক্ষতা থাকা আবশ্যক | বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
✍ আরো পড়ুন : রেলের হাসপাতালে পার্ট টাইম কাজের সুযোগ,বেতন ৩৬৯০০ টাকা
Post Office New Job Vacancy 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে | প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারেন অথবা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক থেকে সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করে, একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বার করে নিতে হবে |
এবার আবেদন পত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত তথ্য সমূহ সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে হবে |প্রতিটি প্রয়োজনীয় তথ্যের জেরক্স কপির নিচে নিজস্ব সই থাকা প্রয়োজনীয়, না হলে আবেদন পত্র বাতিল হতে পারে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Application for the post of Staff Car Driver (Direct Recruitment) at Shri Vinayak Mishra, Assistant Director General (Admin.), Department of Posts, Dak Bhawan, Sansad Marg, New Delhi-110001.
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি ভারত সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
Hey people!!!!!
Good mood and good luck to everyone!!!!!