Punjab National Bank Vacancy 2024: সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ভিন্ন বিভাগে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছে। এক্ষেত্রে কোনরূপ আবেদন মূল্য লাগবে না। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
Punjab National Bank Vacancy 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇 |
Punjab National Bank (PNB) এর পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে, তাহলো: ১) SOC Manager ২) SOC Analyst and Incident Response Analyst ৩) Firewall Security Specialist ৪) Network Security Specialist ৫) Endpoint Security Engineer |
আবেদন শুরুর তারিখ 👇 |
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ২২ জুলাই ২০২৪ তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ 👇 |
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আগামী ১৯ আগষ্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
✍ আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদগুলি মিলিয়ে মোট ১৮ টি শূন্য পদ রয়েছে। শূন্যপদের বিন্যাস নিচে বিস্তারিত দেওয়া হলো। |
Salary (বেতন) 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের বেতনক্রম ও ভিন্ন। ১) SOC Manager ২) SOC Analyst and Incident Response Analyst ৩) Firewall Security Specialist ৪) Network Security Specialist উপরোক্ত উল্লেখিত ৪ টি পদে যোগ্য প্রার্থীদের বার্ষিক ₹ 20 to 25 Lacs টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়া, * Endpoint Security Engineer পদে যোগ্যদের বার্ষিক ₹ 15.00 to 20.00 Lacs টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। |
✍ আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু
Punjab National Bank Vacancy 2024 প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী প্রার্থীদের ০১ লা আগস্ট ২০২৪ তারিখ অনুসারে সর্বনিন্ম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হলে আবেদন যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় মহিলা এবং পুরুষ আবেদন করতে পারবেন । |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে। ১) SOC Manager ২) SOC Analyst and Incident Response Analyst : কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং – এ B.E/বি.টেক ডিগ্রী অথবা ফুল-টাইম MCA ডিগ্রী আবশ্যিক। ৩) Firewall Security Specialist ৪) Network Security Specialist ৫) Endpoint Security Engineer: কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং – “B.E./B.Tech” অথবা ফুলটাইম M.C.A. ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
Punjab National Bank এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি পার্সোনাল Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে। |
✍ আরো পড়ুন : আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন
Punjab National Bank Vacancy 2024 আবেদন পদ্ধতি
এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য Punjab National Bank এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এবং সবশেষে অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে হবে।
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে রেলে টিকিট সেলার পদে নিয়োগ চলছে,আবেদন ইতিমধ্যে শুরু;
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।