RRB NTPC Graduate Level Recruitment: ভারতীয় রেলে একাধিক বিভাগে ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ চলছে

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

RRB NTPC Graduate Level Recruitment : ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে চলছে। সম্প্রতি আবারও ৮ হাজারের বেশি শূন্যপদে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া শীগ্রই শুরু হবে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন?বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারী দের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRB NTPC Graduate Level Recruitment নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম 👇
Railway Recruitment Board (RRB) এর পক্ষ থেকে এক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগ করা হবে।
১) Goods Train Manager
২) Chief Commercial cum Ticket Supervisor
৩) Senior Clerk cum Typist
৪) Junior Account Assistant cum Typist
৫) Station Master
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇
এক্ষেত্রে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট – এই দুটি লেভেলে এ নিয়োগ করা হবে।
গ্রাজুয়েট লেভেল এ আবেদন প্রক্রিয়া আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হবে, এবং
আন্ডার গ্রাজুয়েট লেভেলে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।
আবেদনের শেষ তারিখ 👇
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক ,
গ্রাজুয়েট লেভেল : ১৩ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আন্ডার গ্রাজুয়েট লেভেল : ২০ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা) 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৮১১৩ জন কর্মীকে নিয়োগ করা হবে।
শূন্যপদের বিন্যাস:
Goods Train Manager – ৩১৪৪ টি
Chief Commercial cum Ticket Supervisor – ১৭৩৬ টি
Senior Clerk cum Typist – ৭৩২ টি
Junior Account Assistant cum Typist – ১৫০৭ টি
Station Master – ৯৯৪ টি
Salary (বেতন) 👇
বিভিন্ন বিভাগ অনুসারে বেতন ক্রম ভিন্ন।
Goods Train Manager – ১৯,৯০০/-
Chief Commercial cum Ticket Supervisor – ১৯,৯০০/-
Senior Clerk cum Typist – ২১,৭০০/-
Junior Account Assistant cum Typist – ২৯,২০০/-
Station Master – ৩৫,৪০০/-

আরো জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।

RRB NTPC Graduate Level Recruitment প্রয়োজনীয় তথ্য

Age Limit(বয়স সীমা): 👇
বিজ্ঞপ্তি অনুসারে,
গ্রাজুয়েট লেভেল: আবেদনের শেষ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর বয়স সীমার মধ্যে হতে হবে।

আন্ডার গ্রাজুয়েট লেভেল : আগ্রহী প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর বয়স সীমার মধ্যে হতে হবে।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
বিভিন্ন বিভাগ অনুসারে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন।
এক্ষেত্রে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট দুটি যোগ্যতার আগ্রহী প্রার্থীরাই আবেদন করতে সক্ষম।

এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরোও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে,
আগ্রহী আবেদনকারী প্রার্থীদের ৪ টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রথমত, Computer-Based Test (CBT) Stage 1
দ্বিতীয়ত, Computer-Based Test (CBT) Stage 2 – এটি কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তার ওপর নির্ভর করবে।
তৃতীয়ত, Skill Test/Typing Test – Junior Clerk cum Typist এবং Accounts Clerk cum Typist এই ২ টি পদের জন্য প্রযোজ্য
চতুর্থত, Document Verification
পঞ্চমত, Medical Test

আরো জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।

RRB NTPC Graduate Level Recruitment আবেদন পদ্ধতি

এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য Railway Recruitment Board (RRB) এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এবং সবশেষে আবেদন পত্র সঠিকভাবে চেক করে আবেদন সম্পন্ন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE
✍ আরো পড়ুন :

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি RRB এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।

Leave a Comment