SAIL Recruitment 2024: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ ফের নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। খুবই সীমিত শূন্যপদে এক্ষেত্রে নিয়োগ করা হবে, তবে বেতনের মান খুবই উচ্চ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন?বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারী দের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
🎯 SAIL Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇 |
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে এক্ষেত্রে কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇 |
উল্লেখিত পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে আবেদন পত্র জমা করতে হবে। |
আবেদনের শেষ তারিখ 👇 |
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আগামী ২৩ অক্টোবর ২০২৪ তারিখ ইন্টারভিউ স্থানে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । |
✍ আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, কনসালটেন্ট পদে মোট ০১ জন কর্মীকে নিয়োগ করা হবে। |
Salary (বেতন) 👇 |
কনসালট্যান্ট পদে যোগ্য প্রার্থীদের ৯০,০০/- টাকা মাসিক বেতন প্রদান করা হবে। |
🎯 SAIL Recruitment 2024 প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের শেষ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ ৬৯ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
আগ্রহী আবেদনকারীদের অবশ্যই MBBS ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরোও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
কনসালট্যান্ট পদের জন্য যোগ্য প্রার্থীদের সরাসরি walk in Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। |
🎯 SAIL Recruitment 2024 আবেদন পদ্ধতি
অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে ইন্টারভিউ এর দিন পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।
ইন্টারভিউয়ের স্থান : 20th Floor Conference Room, SAIL, SCOPE Minar, Laxmi Nagar, Delhi-110 092 Contact Number: 011-22403173, 22403156
ইন্টারভিউ এর দিন ও সময়সীমা : ২৩ শে অক্টোবর ২০২৪ তারিখ সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এরপর সাড়ে দশটা থেকে শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এগারোটা থেকে শুরু হবে সরাসরি ইন্টারভিউ।
অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদন লিংক 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ। 🙏