SBI SO Recruitment 2024 Notification Out : আপনি কি ব্যাংকে চাকরির খোজ করছেন । স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ফাইন্যান্স অফিসার পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ যোগ্যতা সম্পন্ন যেকোনো বেকার যুবক যুবতী, ভারতীয় যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন।আবেদন পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া,মাসিক বেতন সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
SBI SO Recruitment 2024 Notification Out নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 SBI এর পক্ষ থেকে এক্ষেত্রে ট্রেড ফাইন্যান্স অফিসার (Trade Finance Officer) পদে নিয়োগ করা হবে।
আবেদন শুরুর তারিখ 👉 উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ৭- ই জুন ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে ।
আবেদনের শেষ তারিখ 👉 সংশ্লিষ্ট পদটির জন্য আবেদন প্রক্রিয়া চলবে ২৭-ই জুন ২০২৪ তারিখ রাত্রি ১১:৫৯ মিনিট পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর : 👉 CRPD/SCO/2024-25/05
✍ আরো পড়ুন : শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট (বন্দরের ) পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত,বেতন ৪৬৫০০
✍ আরো পড়ুন : জাতীয় তদন্তকারী সংস্থাতে চাকরি, মোটা বেতনের মাইনে,আবেদন শুরু
SBI SO Recruitment 2024 Vacancies (শূন্যপদ)👇
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉 এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ট্রেড ফাইন্যান্স অফিসার পদে মোট ১৫০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Salary (বেতন) 👉 Middle Management Grade Scale – II পদে যোগ্যপ্রার্থীদের মাসিক ৪৮১৭০/- টাকা থেকে ৬৯৮১০/- পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
SBI SO Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
SBI তে ট্রেড অফিসার পদে আবেদন করতে আবেদনকারীদের নূন্যতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আবেদন কারীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে সঙ্গে IIBF স্বীকৃত ফরেক্স সার্টিফিকেট থাকা আবশ্যিক। * এছাড়াও Trade Finance / International Banking / Credit Specialists (CDCS) certification থাকা বাধ্যতামূলক। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারীদের বিভিন্ন ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত: শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে একটি shortlisting করা হবে। এরপর ১০০ নম্বরের একটি ইন্টারভিউ পরীক্ষা নেওয়া হবে,এবং এর মধ্য দিয়ে যোগ্যপ্রার্থীর মেরিট লিস্ট বার করা হবে। ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর যদি দুই বা ততোধিক আবেদনকারীর ক্ষেত্রে সমান হয় তাহলে যে প্রার্থীর বয়সসীমা বেশি তাকে যোগ্য বলে নির্বাচন করা হবে। বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
প্রয়োজনীয় ডকুমেন্টস :
✍ আরো পড়ুন : অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ – WB District Court Recruitment 2024
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে ডাটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে নিয়োগ,আবেদন শুরু
SBI SO Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
সর্বপ্রথম এক্ষেত্রে SBI এর আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।
এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।
তবে একবার আবেদন পত্র সাবমিট করার পর পুনরায় আবেদনপত্রে দেওয়া তথ্য সংশোধন করা যাবে না অথবা আবেদন মূল্য ফেরত পাওয়া যাবে না।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি SBI এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
আবেদন মূল্য 👉 ট্রেড অফিসার পদে আবেদন করতে General/EWS/OBC প্রার্থীদের জন্য ৭৫০/- টাকা এবং SC/ ST/ PwBD আবেদনকারীদের কোনরূপ আবেদন মূল্য দিতে হবে না।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
3 thoughts on “SBI SO Recruitment 2024 Notification Out : স্টেট ব্যাংকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি,বেতন ৪৮,০০০/-”