ইন্টারভিউর মাধ্যমে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরে কর্মী নিয়োগ চলছে – SPM Kolkata Recruitment 2024

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

SPM Kolkata Recruitment 2024 : কলকাতা শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই খুবই সীমিত শূন্যপদে নিয়োগ চলছে।নিযুক্ত প্রার্থীদের বেশ মোট মানের বেতন দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন?বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারী দের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🎯 SPM Kolkata Recruitment 2024: বিবরণ

Post Name ( পদের নাম ) 👇
শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর (SPM) পক্ষ থেকে এক্ষেত্রে যে পদে নিয়োগ করা হবে তাহলো – জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার
Application Starting Date ( আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ ) 👇
এক্ষেত্রে প্রথমে কোনো আবেদন করতে হবে না।সরাসরি ইন্টারভিউ এর দিন বিজ্ঞপ্তিতে উল্লেখ ঠিকানায় গিয়ে আবেদন পত্র জমা করতে হবে।
Application End Date ( আবেদনের শেষ তারিখ ) 👇
আগ্রহী প্রার্থীদের আগামী ০৫ অক্টোবর ২০২৪ তারিখ সরাসরি ইন্টারভিউ এর দিন গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
SPM Kolkata Recruitment 2024

🎯 SPM Kolkata Recruitment 2024: (recruitment procedure / vacancy / salary )

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা) 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর (SPM) এর পক্ষ থেকে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে মোট ০২ জন কর্মীকে নিযুক্ত করা হবে।
Salary (বেতন) 👇
সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের SPM এর পক্ষ থেকে মাসিক ৯৪,৫০০/- টাকা বেতন প্রদান করা হবে।

আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

🎯 SPM Kolkata Recruitment 2024: (Age / Qualification / selection procedure)

Age Limit(বয়স সীমা): 👇
বিজ্ঞপ্তি অনুসারে, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ ৬৫ বছর বয়স সীমার মধ্যে হতে হবে।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
আগ্রহি আবেদন প্রার্থীদের অবশ্যই সরকারি স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী সম্পন্ন হতে হবে।

এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরোও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
SPM এর পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

বিস্তারিত আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

🎯 আবেদন করার পদ্ধতি (How To Apply For General Duty Medical Officer Post in SPM Kolkata Recruitment 2024)

অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে ইন্টারভিউ এর দিন বিজ্ঞপ্তিতে উল্লেখ ঠিকানায় গিয়ে জমা দিতে হবে।

ইন্টারভিউর স্থান: কলকাতা শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর গেস্ট হাউস ৯৩, চোরাঙ্গি রোড, কলকাতা – ৭০০০২০ 

অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদন লিংক 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরে কোন পদে নিয়োগ চলছে?
উত্তর: শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগ চলছে।

প্রশ্ন ২: মাসিক বেতন কত?
উত্তর: মাসিক বেতন ৯৪,৫০০/- টাকা।

প্রশ্ন ৩: আবেদন করার যোগ্যতা কী?
উত্তর: আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

প্রশ্ন ৪: বয়স সীমা কত?
উত্তর: আবেদনকারীর বয়স ৬৫ বছরের কম হতে হবে।

প্রশ্ন ৫: আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে?
উত্তর: আবেদন প্রক্রিয়া সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হবে। ইন্টারভিউর দিন আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

প্রশ্ন ৬: ইন্টারভিউর তারিখ ও স্থান কী?
উত্তর: ইন্টারভিউর তারিখ ০৫ অক্টোবর ২০২৪ এবং স্থান কলকাতা শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর গেস্ট হাউস, ৯৩, চোরাঙ্গি রোড, কলকাতা – ৭০০০২০।

প্রশ্ন ৭: কোন কোন নথি জমা দিতে হবে?
উত্তর: প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি, বয়স প্রমাণপত্র, এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

প্রশ্ন ৮: নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে?
উত্তর: প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হবে।

আশা করি এই প্রশ্নোত্তরগুলি আপনার কাজে আসবে! আরও কিছু জানার থাকলে জানাতে পারেন।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি SPM অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ। 🙏

Leave a Comment