Supervisor and MTS Job Recruitment: মাধ্যমিক ও 12th পাসে সুপারভাইজার ও MTS পদে নিয়োগ চলছে,জানুন আবেদন পদ্ধতি

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Supervisor and MTS Job Recruitment: সম্প্রতি BECIL এর পক্ষ থেকে সুপারভাইজার এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Supervisor and MTS Job Recruitment নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇
BECIL সংস্থা এর পক্ষ থেকে এক্ষেত্রে দুই ধরনের পদে নিয়োগ করা হবে। প্রথমতঃ সুপারভাইজার
দ্বিতীয়তঃ মাল্টি টাস্কিং স্টাফ
আবেদন শুরুর তারিখ 👇
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ০৮ আগষ্ট ২০২৪ তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ 👇
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আগামী ১৯ আগষ্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা) 👇
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদগুলি মিলিয়ে মোট ১৭ টি শূন্য পদ রয়েছে।
* Supervisor— ০২ টি
* MTS— ১৫ টি
Salary (বেতন) 👇
বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের বেতনক্রম ও ভিন্ন।
* Supervisor পদে —- Rs.18,499/- টাকা এবং,
* MTS পদে —- Rs.18,486/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।
আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু
Supervisor and MTS Job Recruitment প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়স সক্রান্ত তেমন কোনো উল্লেখ পাওয়া যায়নি। আরো জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় মহিলা এবং পুরুষ আবেদন করতে পারবেন ।
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে।
১) সুপারভাইজার পদে : উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা সম্পন্ন হতে হবে সঙ্গে ১ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
২) মাল্টি টাস্কিং স্টাফ পদে : মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে সঙ্গে ১ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে অতিরিক্ত কিছু শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
BECIL এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের চাকরির নির্ধারিত নিয়ম এবং প্রয়োজনীয়তা অনুযায়ী নির্বাচন করা হবে।
আরো পড়ুন : আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন
Supervisor and MTS Job Recruitment আবেদন পদ্ধতি

অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: “Mr. Sushil Kr. Arya, Project Manager (HR), Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P)

আবেদন মূল্য : General/ OBC/ Ex-Serviceman/ Women – Rs.590.00 টাকা এবং SC/ST/ EWS/PH – Rs.295 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: 1. Educational / Professional Certificates. 2. 10th/Birth Certificate. 3. Caste Certificate(if applicable) 4. Work Experience Certificate (if applicable) 5. PAN Card copy 6). Aadhar Card copy 7. Copy of EPF/ESIC Card (Pervious employer-if applicable)

আরো পড়ুন : মাধ্যমিক পাসে রেলে টিকিট সেলার পদে নিয়োগ চলছে,আবেদন ইতিমধ্যে শুরু;
অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE
আরো পড়ুন :

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি BECIL অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

Leave a Comment