Uttar Banga Krishi Vishwavidyalaya Recruitment 2024 : আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন! কিন্তু কাজের খোঁজ করছেন? আজকের প্রতিবেদনটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে বেশ অনেকগুলি সংখ্যক পদে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। কতদিন পর্যন্ত আবেদন চলবে? কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া? সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
Uttar Banga Krishi Vishwavidyalaya Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- * জুনিয়র ক্লার্ক * টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট * ফিল্ড অ্যাসিস্ট্যান্ট |
আবেদন শুরুর তারিখ : 👉 | আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে ২৬ শে জুন ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে।যেসকল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক শীঘ্রই আবেদন করা শুরু করুন। |
আবেদন শেষ তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। |
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় নিয়োগ শুরু, মাসিক বেতন ১৫৬৫০০, শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : ১২ হাজারের অধিক শূন্যপদে অষ্টম পাসে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ,বেতন ৩৭৬০০, শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদের বিবরণ নিম্নে দেওয়া হল- * জুনিয়র ক্লার্ক- ১ টি * টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ৩ টি * ফিল্ড অ্যাসিস্ট্যান্ট- ১ টি শূন্য পদ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি অবশ্যই দেখে নিন |
Salary (বেতন): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, * জুনিয়র ক্লার্ক পদে যোগ্য প্রার্থীদের মাসিক বেতন ২৭,০০০ টাকা করে দেওয়া হবে। * টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য প্রার্থীদের মাসিক বেতন ৩৫,৫০০ টাকা করে দেওয়া হবে। * ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য প্রার্থীদের মাসিক বেতন ৩০,৩০০ টাকা করে দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন। |
Uttar Banga Krishi Vishwavidyalaya Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদ গুলোতে আবেদন করবার জন্য আবেদনকারীর ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
জুনিয়র ক্লার্ক: এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়াও ইংরেজি শব্দ প্রতি মিনিটে ৩০ টি করে টাইপ করার ক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যিক। এছাড়া কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা দরকার এবং যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি নিয়ে BSc পাস যোগ্যতা হতে হবে। এছাড়া ফিল্ড এবং ল্যাবরেটরি বিভাগে অভিজ্ঞতা থাকা দরকার। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট : এই পদেও আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি , বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি নিয়ে BSc পাস যোগ্যতা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন। |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇 |
সংশ্লিষ্ট পদগুলিতে অ্যাটিটিউড টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন। |
✍ আরো পড়ুন : ইন্ডিয়ান ব্যাংকে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু, শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : IBPS এ ৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ চলছে, শীঘ্রই জেনে নিন আবেদন পদ্ধতি,মাসিক ৩০০০০ টাকা
Uttar Banga Krishi Vishwavidyalaya Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে।
প্রতিবেদনে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এর থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে নিয়ে নির্দিষ্ট স্থানে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন মূল্য : সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করবার জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন মূল্য জমা দিতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন মূল্য ৫০০ টাকা জমা দিতে হবে এবং বাকি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য ২৫০ টাকা জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা: Office of the Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya , P.O. Pundibari, Dist. Cooch Behar, Pin-736165, West Bengal
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Uttar Banga Krishi Vishwavidyalaya অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |