Wb Data Entry Operator Recruitment 2024 : আপনি কি কম্পিউটারে টাইপিং এ দক্ষ? বেকার অথচ নূন্যতম স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন ! তাহলে রাজ্য সরকারের ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে আবেদন যোগ্য। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
Wb Data Entry Operator Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | পশ্চিমবঙ্গ ভূমি সংস্করণ দপ্তরে পক্ষ থেকে এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ : 👉 | যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ৩০ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। |
✍ আরো পড়ুন : ভারতীয় প্রতিরক্ষা সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,মাসিক বেতন ১২০০০০ টাকা
✍ আরো পড়ুন : এইমস এ শূন্যপদে নিয়োগ শুরু,মাসিক বেতন ৬৭৭০০ টাকা, সীমিত সময়,ইতিমধ্যে আবেদন শুরু
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের এক্ষেত্রে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তার কোনো উল্লেখ নেই। শূন্য পদের বিস্তারিত বিবরণ জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন। |
Salary (বেতন): 👉 | ডাটা এন্ট্রি অপারেটর পদে যোগ্য প্রার্থীদের রাজ্যে ভূমি দপ্তর এর পক্ষ থেকে সরকারি নিয়মানুসারে মাসিক ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে। |
Wb Data Entry Operator Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের নূন্যতম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সসীমা মধ্যে হতে হবে । বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
DEO পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম B.A পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং টাইপিং এ দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নেবেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে ৩টি ধাপে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে- * লিখিত পরীক্ষা, যা হবে ৭০ নম্বরের * প্র্যাক্টিকাল টেস্ট ২০ নম্বরে থাকবে * ১০ নম্বরের ইন্টারভিউ টেস্ট বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে নিয়োগ, মাসিক বেতন ১৯৯০০ টাকা
✍ আরো পড়ুন : রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে কাজের সুযোগ,আবেদন ইতিমধ্যে শুরু
Wb Data Entry Operator Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
সর্বপ্রথম এক্ষেত্রে রাজ্যে ভূমি দপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।
এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি রাজ্যে ভূমি দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |