WB Govt Job Recruitment: বাংলা ভাষা জানলেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসে সরকারি চাকরি,আবেদন ইতিমধ্যে শুরু,বেতন ২৪,১০০

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WB Govt Job Recruitment : আপনি কি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন? উচ্চ মাধ্যমিক পাস অথচ বেকার ! বাংলা লিখতে পড়তে জানেন?এই রাজ্যেরই বাসিন্দা। তাহলে আপনার জন্য দারুন সুযোগ। কলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে সম্প্রতি কয়েকশো শূন্যপদে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু ।আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WB Govt Job Recruitment: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম 👇
THE HIGH COURT AT CALCUTTA এর তরফ থেকে এক্ষেত্রে Lower Division Assistant (LDA) পদে নিযুক্ত করা হবে।
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ 👇
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ২৬ শে আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইন-এর মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা) 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন ক্যাটাগরী মিলিয়ে মোট ২৪৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের বিন্যাস জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
Salary (বেতন) 👇
এক্ষেত্রে LDC পদে যোগ্য প্রার্থীদের নূন্যতম ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু

WB Govt Job Recruitment: প্রয়োজনীয় তথ্য👇
Age Limit(বয়স সীমা): 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারীর সর্বোচ্চ ৪০ বছর এবং সর্বনিন্ম ১৮ বছর বয়স সীমার মধ্যে হতে হবে।
এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে সঙ্গে আঞ্চলিক ভাষার জ্ঞান থাকা আবশ্যিক।

আবেদন করবার পূর্বে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে দেবেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
LDA পদে আবেদনকারী প্রার্থীদের ৩টি ধাপের মাধ্যমে যোগ্য হিসাবে নির্বাচন করা হবে।
প্রথমত, Preliminary Screening Test
দ্বিতীয়তঃ Competitive Written Test
তৃতীয়তঃ Viva-Voce Test

বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অতিরিক্ত কিছু আলোচনা করা হয়েছে, অনুগ্রহ জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আরো পড়ুন : আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন
WB Govt Job Recruitment: আবেদন পদ্ধতি👇

সর্বপ্রথম ভারতীয় THE HIGH COURT AT CALCUTTA অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে নিজস্ব রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে তার সাথে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য : সংশ্লিষ্ট পদে আবেদন করতে সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ৮০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য ৪০০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।

আরো পড়ুন : মাধ্যমিক পাসে রেলে টিকিট সেলার পদে নিয়োগ চলছে,আবেদন ইতিমধ্যে শুরু;
অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE
আরো পড়ুন :

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি THE HIGH COURT AT CALCUTTA এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।

Leave a Comment