WB Gram Panchayat Recruitment 2024 : আমাদের রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য দারুন খুশির খবর |পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েতে বিশেষত ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতগুলিতে ছয় হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে |এক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন | শিক্ষাগত যোগ্যতা ,বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে | তাই আবেদনের পূর্বে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন |
একনজরে 👀 :
WB Gram Panchayat Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | এক্ষেত্রে যে সকল পদগুলিতে নিয়োগ করা হবে, পদগুলি হল : ১) ডাটা এন্ট্রি অপারেটর ২) গ্রুপ ডি পিয়ন ৩) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ৪) নির্মাণ সহায়ক ৫) গ্রাম পঞ্চায়েত কর্মী ৬) সহায়ক ৭) সেক্রেটারি ৮) অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ৯) ক্লার্ক ১০) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ১১) স্টেনোগ্রাফার ১২) ক্লার্ক কাম-টাইপিস্ট ১৩) ব্লক ইনফমেটিক্স ১৪) পঞ্চায়েত সমতি পিয়ন ইত্যাদি |
আবেদন শুরুর তারিখ : 👉 | এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি| আবেদন প্রক্রিয়া শুরু হলে আমাদের এই পোর্টালে আপনাদের সর্বপ্রথম অবশ্যই জানিয়ে দেওয়া হবে অপর একটি প্রতিবেদনে মাধ্যমে | |
আবেদনের শেষ তারিখ: 👉 | উক্ত পদগুলির জন্য অনলাইনে জুন মাসে দরখাস্ত নেওয়া শুরু হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার মনোযোগ সহকারে দেখবেন | |
✍ আরো পড়ুন : লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ,মাসিক বেতন ১৫০০০
✍ আরো পড়ুন : ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মোটা বেতনের মাইনে
WB Gram Panchayat Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): 👉 | পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তর এর পক্ষ থেকে নিয়োগ করা হবে। |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | এক্ষেত্রে মোট ৬৫৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ,তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে। |
Salary (বেতন): 👉 | উপরোক্ত পদগুলিতে নিযুক্ত হলে মাসিক বেতন পদ অনুযায়ী আলাদা আলাদা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনো পর্যন্ত মাসিক বেতন সম্পর্কে কোন রূপ উল্লেখ করা হয়নি। বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন। |
WB Gram Panchayat Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
এক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সের সময়সীমা বিভিন্ন | ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে | বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
এক্ষেত্রে যেহেতু বেশ অনেকগুলো পদে নিয়োগ করা হবে, এক একটা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একেক রকম রয়েছে।তবে উক্ত পদগুলির ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরা আবেদন জানাতে পারবেন | * বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে ,তবে নিয়োগ পদ্ধতি এখনো অব্দি বিস্তারিতভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়নি। |
✍ আরো পড়ুন : অষ্টম পাস যোগ্যতায় নেভিতে কাজের সুযোগ, আবেদন শুরু
WB Gram Panchayat Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
আবেদন করতে হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে | এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি| জুন মাস থেকে এই প্রক্রিয়ার শুরু হবার কথা |আবেদন প্রক্রিয়া শুরু হলে জেলা ভিত্তিক প্রতিটি আবেদনের লিংক এবং অন্যান্য প্রয়োজনীয় সমস্ত বিস্তারিত তথ্য অপর একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে | এই ধরনের সমস্ত চাকরির খবরের আপডেট সব সময় সবার আগে পেতে আমাদের অফিশিয়াল পোর্টালটি (https://letsjob21.com/) ফলো করতে পারেন |
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তর পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |