WB Group D Govt Job Recruitment 2024 : আপনি কি চাকরি খুঁজছেন ?আপনার কি নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।আমাদের রাজ্যের পূর্ব বর্ধমান জেলার জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ নাগরিক আবেদনযোগ্য |আজকের প্রতিবেদনে আবেদন পদ্ধতি ,শিক্ষাগত যোগ্যতা,মাসিক বেতন ইত্যাদি সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং আবেদনের জন্য প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে, তাই আবেদন করার পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন|
একনজরে 👀 :
WB Group D Govt Job Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম: | এক্ষেত্রে যে সকল পদগুলিতে নিয়োগ করা হবে তা হল 1) নাইট / ডে গার্ড 2) গার্ডেনার |
বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ: | ২ এপ্রিল ২০২৪ |
বিজ্ঞপ্তি নম্বর : | 2 / III-9 |
আবেদনের শেষ তারিখ: | আগামী ৪ ঠা মে, ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। |
আরো পড়ুন :
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
WB Group D Govt Job Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): | পূর্ব বর্ধমান জেলা আদালত এর তরফে এই নিয়োগ হতে চলেছে | |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): | চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। |
Vacancy (পদ সংখ্যা): | এক্ষেত্রে মোট ১১ টি শূন্য পদে নিয়োগ করা হবে | |
Salary (বেতন): | এক্ষেত্রে যোগ্য চাকরিপ্রার্থীদের মাসিক বেতন সরকারি নিয়ম অনুযায়ী যোগ্যতা অনুসারে ১৭ হাজার টাকা থেকে ৪৩ হাজার ৬০০ টাকা অব্দি (under ROPA 2019) দেওয়া হবে, এছাড়া অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে | |
WB Group D Govt Job Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)
Age Limit(বয়স সীমা): | এক্ষেত্রে 01.04.2024 অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত। SC/ST/OBC তপশিলি জাতি এবং উপজাতিদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে। |
Nationality (জাতীয়তা): | এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ নাগরিক আবেদন করতে পারবে | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): | * এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণি পাস শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যিক | * শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে | বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): | এ ক্ষেত্রে আবেদনকারীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে | প্রথমত লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়ত পার্সোনালিটি টেস্ট | * লিখিত পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের | এই ১০০ নম্বরের মধ্যে ৫০ টি থাকবে দুই নম্বরের MCQ প্রশ্ন | প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য দুই নম্বর করে কাটা হবে , এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে ৫০ নম্বরের | উভয় পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ওপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে | বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন |
আবেদন মূল্য (Application Fee) : | Scheduled Caste সম্প্রদায় ভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং বাকি অন্যান্য সকল আবেদনকারীদের ক্ষেত্রে ৩০০ টাকা করে আবেদনমূল্য ধার্য করা হয়েছে | |