WB Health Department Recruitment 2024:কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন শুরু

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WB Health Department Recruitment 2024 : আমাদের রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর |যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরের চাকরির  সুযোগ খুঁজছেন তাদের অপেক্ষার অবসান |আমাদের রাজ্যের আর জি কর হসপিটাল এর পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি নয়, মোট দুটি  বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।এক্ষেত্রে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে, কোনরূপ লিখিত পরীক্ষা নেই | তাই যে সকল চাকরি প্রার্থীরা এ ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ | আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা , মাসিক বেতন, বয়সসীমা সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Health Department Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম:এক্ষেত্রে যে সকল পদগুলিতে নিয়োগ করা হবে তা হল 1) Housestaffship (Junior Resident), 2) Orthopaedics , 3) ENT পদে নিয়োগ করছে।
বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ:২৬ শে এপ্রিল ২০২৪
বিজ্ঞপ্তি নম্বর :MJNMC/PRIN/668/1(8)2024
আবেদনের শেষ তারিখ:আগামী ২ রা মে, ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

আরো পড়ুন :

WB Health Department Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা):রাজ্য সরকারের অন্তর্গত আর জি কর হসপিটালের তরফে এই নিয়োগ হতে চলেছে |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি):চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে।
Vacancy (পদ সংখ্যা): Housestaffship (Junior Resident) পদের ক্ষেত্রে ১০ ই মে ২০২৪ তারিখ পর্যন্ত যতগুলি শুন্যপদ থাকবে  ততগুলি পদে নিয়োগ করা হবে |বিজ্ঞপ্তিতে সেই ভাবে মোট শূন্য পদ উল্লেখ করা হয়নি |
 তবে Orthopaedics পদটির ক্ষেত্রে মোট দুটি এবং ENT পদের ক্ষেত্রে একটি  শূন্য পদে নিয়োগ করা হবে |
Salary (বেতন): এক্ষেত্রে যোগ্য চাকরিপ্রার্থীদের মাসিক বেতন প্রসঙ্গে অফিসিয়াল বিজ্ঞপ্তি দুটিতে কোন কিছু উল্লেখ করা হয়নি। 
বিভিন্ন পদ অনুযায়ী শূন্য পদের বিন্যাস :
WB Health Department Recruitment 2024

WB Health Department Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)

Age Limit(বয়স সীমা):এক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩১ শে মার্চ ২০২৪ তারিখঅনুযায়ী ৩৫ বছরের উর্ধ্বে যেন না হয় |
Nationality (জাতীয়তা):এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা উভয়ই নাগরিক আবেদন করতে পারবে |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):* বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):এক্ষেত্রে Orthopaedics এবং ENT এই দুটি পদের জন্য যে  সকল চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে | ইন্টারভিউ নেওয়া হবে আগামী ৩ মে ২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে |

Housestaffship (Junior Resident) পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে | এই কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু হবে ৭ মে ২০২৪ তারিখ দুপুর ১ টা থেকে | এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সমস্ত প্রয়োজনীয় নথি পত্রের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। 

কাউন্সিলিং এর স্থান : Office of the Principal, Maharaja Jitendra Narayan Medical College & Hospital, Vivekananda Street, Pilkhana, Cooch Behar-736101

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন
আবেদন মূল্য (Application Fee) : এক্ষেত্রে বিজ্ঞপ্তি দুটিতে কোনরূপ আবেদন মূল্যের কথা উল্লেখ করা হয়নি | 
*কোনরূপ প্রয়োজনে 7501037888 নম্বরে ফোন করে আপনার প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে নিতে পারেন |

আরো পড়ুন : মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

WB Health Department Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে I এক্ষেত্রে সর্বপ্রথমে  প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে লিংকে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে বৈধ ফোন নাম্বারের মাধ্যমে I পূর্বে যদি রেজিস্ট্রেশন করা থাকে তবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে Iএকবার সম্পূর্ণ লগইন হওয়ার পর আবেদন পত্রটি সেখানে সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করে দিতে হবে I আবেদন পত্রটি ফাইনাল সাবমিট এর আগে সমস্ত তথ্য পুনরায় একবার দেখে নিয়ে আবেদন পত্রটি সাবমিট করে দিন ,এবং আবেদন পত্রের একটি কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তীকালে সুবিধার্থে I

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন.

অফিসিয়াল ওয়েবসাইট CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 1CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 2CLICK HERE

1 thought on “WB Health Department Recruitment 2024:কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন শুরু”

Leave a Comment