WB Health Department Recruitment 2024 : আমাদের রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর |যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরের চাকরির সুযোগ খুঁজছেন তাদের অপেক্ষার অবসান |আমাদের রাজ্যের আর জি কর হসপিটাল এর পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি নয়, মোট দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।এক্ষেত্রে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে, কোনরূপ লিখিত পরীক্ষা নেই | তাই যে সকল চাকরি প্রার্থীরা এ ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ | আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা , মাসিক বেতন, বয়সসীমা সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে |
একনজরে 👀 :
WB Health Department Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম: | এক্ষেত্রে যে সকল পদগুলিতে নিয়োগ করা হবে তা হল 1) Housestaffship (Junior Resident), 2) Orthopaedics , 3) ENT পদে নিয়োগ করছে। |
বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ: | ২৬ শে এপ্রিল ২০২৪ |
বিজ্ঞপ্তি নম্বর : | MJNMC/PRIN/668/1(8)2024 |
আবেদনের শেষ তারিখ: | আগামী ২ রা মে, ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। |
আরো পড়ুন :
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
WB Health Department Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): | রাজ্য সরকারের অন্তর্গত আর জি কর হসপিটালের তরফে এই নিয়োগ হতে চলেছে | |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): | চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। |
Vacancy (পদ সংখ্যা): | Housestaffship (Junior Resident) পদের ক্ষেত্রে ১০ ই মে ২০২৪ তারিখ পর্যন্ত যতগুলি শুন্যপদ থাকবে ততগুলি পদে নিয়োগ করা হবে |বিজ্ঞপ্তিতে সেই ভাবে মোট শূন্য পদ উল্লেখ করা হয়নি | তবে Orthopaedics পদটির ক্ষেত্রে মোট দুটি এবং ENT পদের ক্ষেত্রে একটি শূন্য পদে নিয়োগ করা হবে | |
Salary (বেতন): | এক্ষেত্রে যোগ্য চাকরিপ্রার্থীদের মাসিক বেতন প্রসঙ্গে অফিসিয়াল বিজ্ঞপ্তি দুটিতে কোন কিছু উল্লেখ করা হয়নি। |
WB Health Department Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)
Age Limit(বয়স সীমা): | এক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩১ শে মার্চ ২০২৪ তারিখঅনুযায়ী ৩৫ বছরের উর্ধ্বে যেন না হয় | |
Nationality (জাতীয়তা): | এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা উভয়ই নাগরিক আবেদন করতে পারবে | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): | * বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): | এক্ষেত্রে Orthopaedics এবং ENT এই দুটি পদের জন্য যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে | ইন্টারভিউ নেওয়া হবে আগামী ৩ মে ২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে | Housestaffship (Junior Resident) পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে | এই কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু হবে ৭ মে ২০২৪ তারিখ দুপুর ১ টা থেকে | এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সমস্ত প্রয়োজনীয় নথি পত্রের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। কাউন্সিলিং এর স্থান : Office of the Principal, Maharaja Jitendra Narayan Medical College & Hospital, Vivekananda Street, Pilkhana, Cooch Behar-736101 বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন |
আবেদন মূল্য (Application Fee) : | এক্ষেত্রে বিজ্ঞপ্তি দুটিতে কোনরূপ আবেদন মূল্যের কথা উল্লেখ করা হয়নি | *কোনরূপ প্রয়োজনে 7501037888 নম্বরে ফোন করে আপনার প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে নিতে পারেন | |