WB ICDS Anganwadi Recruitment 2024: নূন্যতম মাধ্যমিক পাসে ICDS অঙ্গনওয়াড়িতে ফের প্রচুর সংখ্যক নিয়োগ শুরু হল,শীঘ্রই করুন আবেদন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WB ICDS Anganwadi Recruitment 2024: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর। আমাদের রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়ক পদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।আপনি যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS Anganwadi Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉ICDS Paschim Bardhaman এর তরফ থেকে এক্ষেত্রে যে পদে নিয়োগ করা হবে তাহলো-
* অঙ্গনওয়াড়ি কর্মী
* অঙ্গনওয়াড়ি সহায়িকা
আবেদন শুরুর তারিখ : 👉সংশ্লিষ্ট পদে আবেদন ইতিমধ্যে গত ১৯ শে জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে।আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ : 👉যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আগামী ০৯ ই আগষ্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে।
আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে সরাসরি নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের বিন্যাস প্রকাশিত করেনি। বিস্তারিত ভাবে জানতে হলে অফিসের বিজ্ঞপ্তি টা দেখে নেবেন।
Salary (বেতন): 👉ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদে যোগ্য প্রার্থীদের এক্ষেত্রে মাসিক ৯,০০০ টাকা বেতন ( ৪৫০০/- টাকা সাম্মানিক ভাতা+ ৪৫০০/- টাকা অতিরিক্ত ভাতা) প্রদান করা হবে।

WB ICDS Anganwadi Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবে।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আবেদন করার আগে অবশ্যই পড়ে নেবেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী,আগ্রহী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য নির্বাচন করা হবে। 
আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর সংখ্যক মেডিকেল অফিসার নিয়োগ,জানুন বিস্তারিত
আরো পড়ুন : মাসিক ৩৫ হাজার টাকা বেতন রাজ্যের স্বাস্থ্য ভবনে নিয়োগ শুরু, শীঘ্রই আবেদন করুন

WB ICDS Anganwadi Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন করা যাবে।

অফলাইন মাধ্যম: ICDS Paschim Bardhamanএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। সেখান থেকে আবেদন পত্রটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।এরপরে আবেদন পত্রটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট এর মাধ্যমে পৌঁছে দিতে হবে নির্দিষ্ট অফিসিয়াল ঠিকানায় ।

অনলাইন মাধ্যম: ICDS Paschim Bardhaman এর অফিসার ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: Office of the District Magistrate , Paschim Bardhaman, District ICDS cell, SDO Office Complex, Asansol-713304, West Bengal.

প্রয়োজনীয় ডকুমেন্টস: ১) জন্মের প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ৪) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৫) তিন কপি পাসপোর্ট ফটো ৬) এছাড়া আরও অন্যান্য

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি ICDS Paschim Bardhaman এর অফিসিয়াল পোর্টাল পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment