WB Municipality Job Recruitment 2024: আমাদের রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। ন্যূনতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় পৌরসভায় সরকারি কর্মী নিয়োগ করা জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।সম্প্রতি শিলিগুড়ি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ( Siliguri Municipal Service Commission) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
WB Municipality Job Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | সম্প্রতি শিলিগুড়ি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ( Siliguri Municipal Service Commission) পক্ষ থেকে শিলিগুড়ি পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে। |
আবেদনের শেষ তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আগ্রহী প্রার্থীদের ১ জুলাই ২০২৪ তারিখ সরাসরি ইন্টারভিউ দিন আবেদন পত্র জমা করতে হবে। বিশদে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। |
✍ আরো পড়ুন: মাধ্যমিক পাসে ভারতীয় রেলে বিপুল শূন্যপদে নিয়োগ,এখনই আবেদন করুন
✍ আরো পড়ুন : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নার্সিং এ সরাসরি নিয়োগ
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | বিজ্ঞপ্তি অনুযায়ী শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে মোট ৪ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। |
Salary (বেতন): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কে তেমন কিছু উল্লেখ করা হয়নি। তবে ” No work , No Payment ” বেসিস এ বেতন দেওয়া হবে। বিশদ জানতে অফিসিয়াল নোটিফিকেশনে বিবরণ রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন। |
WB Municipality Job Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
আবেদনে আগ্রহী প্রার্থীদের ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত সময়সীমার মধ্যে হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পাশ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে। সাথে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা আবশ্যিক। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি অবশ্যই দেখে নেবেন |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇 |
কোনরকম লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। |
✍ আরো পড়ুন : ৫০০০ এর অধিক শূন্যপদে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ,আবেদন শুরু ইতিমধ্যে
✍ আরো পড়ুন : ১৪০০ অধিক শূন্যপদে বনদপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগ শুরু ইতিমধ্যে
WB Municipality Job Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। যেদিন ইন্টারভিউ নেওয়া হবে সেই দিনই সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে এবং সেখানেই ইন্টারভিউ দেওয়ার সময় আবেদন পত্র জমা নেওয়া হবে।। ইন্টারভিউ শুরু হওয়ার একঘন্টা আগে সেখানে উপস্থিত থাকতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এবং তার জেরক্স কপি সাথে রাখতে হবে।
ইন্টারভিউ এর তারিখ, সময় ও স্থান : ইন্টারভিউ নেওয়া হবে ১লা জুলাই ২০২৪ তারিখে দুপুর ১২ টা থেকে। এবং শিলিগুড়ি মিউনিসিপালিটি অফিসে ইন্টারভিউ নেওয়া নেওয়া।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি শিলিগুড়ি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ( Siliguri Municipal Service Commission) -এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | http://www.siligurismc.in/ |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |