WBMDFC Supervisor Recruitment 2024: উচ্চ মাধ্যমিক পাসে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্য সরকারের অর্থনিগম দপ্তরে নিয়োগ,এভাবে করুন আবেদন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WBMDFC Supervisor Recruitment 2024: রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য দারুন খুশির খবর। West Bengal Minorities Development and Finance Corporation (WBMDFC) এর পক্ষ থেকে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ছেলে অথবা মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBMDFC Supervisor Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉WBMDFC এর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সুপারভাইজার পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন শুরুর তারিখ : 👉সংশ্লিষ্ট পদে আবেদন সম্পর্কে ইতিমধ্যে ১১ ই জুলাই ২০২৪ প্রকাশিত হয়েছে।
আবেদনের শেষ তারিখ : 👉আবেদন করবার শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। সরাসরি ইন্টারভিউ দিনই সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা দিতে হবে।
আরো পড়ুন : মাধ্যমিক পাসে ভারতীয় রেলে বিপুল শূন্যপদে নিয়োগ,এখনই আবেদন করুন
আরো পড়ুন : প্রায় ১৩ হাজারেরও বেশি শূন্যপদে ICDS অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ শুরু
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Vacancy (পদ সংখ্যা): 👉বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১ টি শূন্য পদে নিয়োগ করা হবে। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখে নেবেন।
Salary (বেতন): 👉অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন সম্পর্কে কিছুই প্রকাশিত হয়নি তবে যোগ্য প্রার্থীদের সঠিক পরিমাণ বেতন প্রদান করা হবে। আবেদন করবার আগে বেতন সম্পর্কে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন।

WBMDFC Supervisor Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সর্বনিন্ম ২০ বছর সর্বোচ্চ ৪০ বছর বয়সসীমা মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
*সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাশ থাকতে হবে।
*আবেদনকারীর ‘o’ লেবেল বা তার সমতুল্য কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বিস্তারিতভাবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇
কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইংরেজি ভাষার টেস্ট ও কম্পিউটার টেস্ট  এবং সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন।

WBMDFC Supervisor Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি)

এই ক্ষেত্রে কোনো রকম আবেদন আগে থেকে করতে হবে না । সরাসরি ইন্টারভিউর দিন উপস্থিত থেকে সেদিনই সমস্ত ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউ শুরু হওয়ার আগে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিতে হবে।

ইন্টারভিউর দিন যে যে ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে : ১. আবেদনকারীর বায়োডাটা , ২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ৩. বয়সের প্রমাণপত্র, ৪. পাসপোর্ট সাইজের ছবি, ৫. ভোটার কার্ড, ৬. আধার কার্ড, ৭. অন্যান্য

ইন্টারভিউর স্থান : West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, 00-27/E Sector- 1, Salt Lake, Kolkata- 700064

ইন্টারভিউর সময় : ২৭.০৭.২০২৪ তারিখ সকাল ১০.৩০ হইতে ইন্টারভিউ শুরু হবে।

গুরুত্বপূর্ণ শর্ত সমূহ : ১) আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু জাতি থেকে হতে হবে। ৩) অস্থায়ীভাবে নিয়োগ করা হবে।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি WBDMFC অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment