WBPSC Fire Operator Recruitment 2024: ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় দমকল বাহিনীতে ফায়ার অপারেটর পদে নিয়োগ,আবেদন ইতিমধ্যে শুরু

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WBPSC Fire Operator Recruitment 2024: আমাদের রাজ্যের দমকল বিভাগের পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় এক্ষেত্রে আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে আবেদন যোগ্য।কিভাবে আবেদন করবেন? বেতন কত? কিভাবে নিয়োগ করা হবে? শূন্যপদ? সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Fire Operator Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉পশ্চিমবঙ্গ দমকল বিভাগের পক্ষ থেকে এক্ষেত্রে যে পদে নিয়োগ করা হবে সেটি হল-
* Fire Operator
আবেদন শুরুর তারিখ : 👉সংশ্লিষ্ট পদে আবেদন এখনো অব্দি শুরু হয়নি। সম্ভবত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।
আবেদনের শেষ তারিখ : 👉যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে।
আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
আরো পড়ুন : এয়ার ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ শুরু,সরাসরি ইন্টারভিউর মাধ্যমে,শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইনের এর মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉 সূত্র অনুযায়ী বেশ অনেকগুলি সংখ্যক শুন্য পদ ফাঁকা রয়েছে।
শুন্য পদ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে অফিসের নোটিফিকেশনটি দেখে নেবেন।
Salary (বেতন): 👉উল্লেখিত পদ গুলিতে যোগ্য প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বেতন দেওয়া হবে।
যোগ্য প্রার্থীদের মাসিক ২৫,২০০ টাকা করে বেতন দেওয়া হবে।

WBPSC Fire Operator Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সের মধ্যে হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে ।
বিস্তারিতভাবে আরও জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification& others (শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য): 👇
*অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হলেই আবেদন করতে পারবে।
* এক্ষেত্রে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১৬৭.৬ সেমি হাইট ও chest থাকতে হবে ৮১.৩ সেমি। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী তারা ছাড় পাবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নেবেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া ৪ টি ধাপে সম্পন্ন করা হবে-
*Written Test
*Physical Measurement Test
*Endurance Test
*Interview
বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ
আরো পড়ুন : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, মাসিক ৬০০০০ টাকা, জানুন বিস্তারিত তথ্য

WBPSC Fire Operator Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।

সর্বপ্রথম WBPSC Fire Operator এর অফিসিয়াল পেজে গিয়ে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর এপ্লিকেশন ফর্মটি নিজস্ব তথ্য দিয়ে সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে নিতে হবে।এরপর আবেদন পত্রটি পুনরায় একবার দেখে নিয়ে পত্রটি সাবমিট করে দিতে হবে। একবার আবেদন পত্র সাবমিট হবার পর আর কিন্তু আবেদন পত্রের ভুল সংশোধন করা যাবে না।

গুরুত্বপূর্ণ তথ্য: এক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের । সাধারণত ইংরেজী, General Studies, Arithmetic এই তিন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে এবং Endurance Test এ সাধারণত ৫ মিনিটে ১০০০ মিটার দৌড়,২০ সেকেন্ডে মইতে ওঠা, ৩ তলার সমান সিঁড়িতে ১ মিনিটে ওঠা, ঝুলন্ত দড়িতে ১ মিনিটে ওঠা,১.২২ মিটার হাইজাম্প দেওয়া ইত্যাদি টেস্ট পরীক্ষা নেওয়া হবে।

প্রতিটি পরীক্ষার বিষয়ে আরও বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি WBPSC Fire Operator -র অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉http://wbpsc.gov.in/
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment