West Bengal Health Recruitment 2024 : রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে চলেছে। সম্প্রতি আবারও ৮টির বেশি বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি দারুন সুযোগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে? বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
West Bengal Health Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇 |
The District Health & Family Welfare Samiti দপ্তরের পক্ষ থেকে এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিযুক্ত করা হবে। * NHM & NUHM, Hooghly অন্তর্গত যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো : ১) Psychologist ২) RMNCH +A Counsellor ৩) District Programme Coordinator NTEP ৪) Municipality Accounts Manager * National Ayush Mission (NAM), Hooghly অন্তর্গত যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো : ১) AYUSH Doctor(National Program) ২) Multipurpose Worker (MPW) ( National Program) ৩) Ayush Doctor ( Ayurvidya Program ) ৪) Multipurpose Worker (MPW) ( Ayurvidya Program) |
আবেদন শুরুর তারিখ 👇 |
সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ০৪ আগষ্ট ২০২৪ তারিখ থেকে।আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ 👇 |
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ২৪ আগষ্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
✍ আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইন -এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
District Health & Family Welfare Samiti, Hooghly দপ্তরের পক্ষ থেকে এক্ষেত্রে সংশ্লিষ্ট পদগুলি মিলিয়ে মোট ১৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ** NHM & NUHM, Hooghly অন্তর্গত মোট ৬টি শূন্যপদ এবং, * National Ayush Mission (NAM), Hooghly অন্তর্গত মোট ১২ টি শূন্যপদে নিয়োগ হবে। শূন্যপদের বিন্যাস সম্পর্কিত বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তি টি দেখুন। |
Salary (বেতন) 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, ভিন্ন ভিন্ন পদের জন্য বেতনক্রম ভিন্ন।তবে উক্ত পদগুলির ক্ষেত্রে নূন্যতম ১৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বেতন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। |
✍ আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু
West Bengal Health Recruitment 2024 প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনে আগ্রহী প্রার্থীদের নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সের মধ্যে হলে আবেদন যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। তবে বিভিন্ন পদনুসারে বয়সের ঊর্ধক্রম ভিন্ন। আরো জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন। |
Nationality (জাতীয়তা): 👇 |
যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
* বিভিন্ন পদানুসরে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। ১) Psychologist – Psychology বিষয়ে Bachelor’s Degree ২) RMNCH +A Counsellor – Social Science এ স্নাতক ৩) District Programme Coordinator NTEP – Management/Health Administration বিষয়ে MBA বা PG Diploma ৪) Municipality Accounts Manager – B.Com (Hons) অথবা CA/CMA/CS (Inter) ডিগ্রী এছাড়াও, ৫) AYUSH Doctor (National Program) – Homoeopathy (BHMS) বা Ayurveda (BAMS) তে স্নাতক ডিগ্রি ৬) Multipurpose Worker (MPW) (National Program) – স্নাতক পাস সঙ্গে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রী ৭) Ayush Doctor (Ayurvidya Program )- Ayurveda (BAMS) তে গ্রাজুয়েট ৮) Multipurpose Worker (MPW) (Ayurvidya Program) – স্নাতক পাস সঙ্গে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে বিভিন্ন ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। * শিক্ষাগত যোগ্যতা * পূর্বের কাজের অভিজ্ঞতা * কম্পিউটার টেস্ট * ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। |
✍ আরো পড়ুন : আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন
West Bengal Health Recruitment 2024 আবেদন পদ্ধতি
অনলাইন মাধ্যম : এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এবং সবশেষে আবেদনমূল্য জমা করে আবেদন পত্রটি সঠিকভাবে চেক করে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র সমূহ : ১) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সমূহ ২)জন্ম তারিখ প্রমাণ হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড কিংবা জন্ম-প্রমাণ সার্টিফিকেট ৩) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ৪) PH Certificate ( যদি প্রযোজ্য হয়) ৫) বাসিন্দা প্রমান ( ভোটার, আধার, রেশন বা প্যান কার্ড) ৬) পূর্বের কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র ৭) পাসপোর্ট সাইজের ছবি ৮) অন্যান্য নথিপত্র।
আবেদন মূল্য : সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য ৫০ টাকা এবং বাকি অন্যান্য শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা জমা করতে হবে।
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে রেলে টিকিট সেলার পদে নিয়োগ চলছে,আবেদন ইতিমধ্যে শুরু;
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
- মাধ্যমিক পাসে ইস্টার্ন রেলে ৩১১৫ টি শূন্যপদে অ্যাপ্রিন্টিস পদে নিয়োগ চলছে ! RRC ER Recruitment 2024
- নূন্যতম অষ্টম শ্রেণী পাসে কালেক্টর অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে – Jhargram District Group D Recruitment 2024
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি District Health & Family Welfare Samiti, হুগলি এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।