Zilla Parishad Job Recruitment: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য জেলা পরিষদের কর্মী নিয়োগ শুরু হলো,এভাবে করুন আবেদন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Zilla Parishad Job Recruitment: সম্প্রতি কোচবিহার জিলা পরিষদের পক্ষ থেকে একাধিক বিভাগে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগষ্ট মাস পর্যন্ত।আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Zilla Parishad Job Recruitment নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇
Cooch Behar Zilla Parishad দপ্তর এর পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে, তাহলো:
১) Junior Engineer (Civil),
২) Junior Engineer (Electrical),
৩) Junior Engineer (Civil) retired
আবেদন শুরুর তারিখ 👇
চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে আগে থেকে কোনো রকম আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।
আবেদনের শেষ তারিখ 👇
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি ইন্টারভিউ এর দিন বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পৌঁছে যেতে হবে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সমেত।
আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা) 👇
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদগুলি মিলিয়ে মোট ০৩ টি শূন্য পদ রয়েছে।
প্রতিটি পদে ০১ টি করে কর্মী নিযুক্ত করা হবে।
Salary (বেতন) 👇
বিজ্ঞপ্তি অনুসারে, এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের মাসিক ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু
Zilla Parishad Job Recruitment প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী প্রার্থীদের ০১ লা আগস্ট ২০২৪ তারিখ অনুসারে সর্বনিন্ম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হলে আবেদন যোগ্য।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় মহিলা এবং পুরুষ আবেদন করতে পারবেন ।
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে।
১) Junior Engineer (Civil) — সিভিল ইঞ্জিনিয়ারিং এ Diploma / BE
২) Junior Engineer (Electrical) —- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ Diploma / BE
৩) Junior Engineer (Civil) retired —- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেকোনো বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার / SAE পদে কর্মরত রিটায়ার্ড কর্মী এই পদের জন্য আবেদনযোগ্য়।
এছাড়াও, প্রতিটি পদের ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যিক।

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
Cooch Behar Zilla Parishad দপ্তর এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি Walk – In – Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।
এই নিয়োগ হবে ১ বছরের চুক্তিভিত্তিক। পরবর্তীতে কাজের দক্ষতার ওপর নির্ভর করে চুক্তির সময়সীমা বাড়ানো হবে।
আরো পড়ুন : আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন
Zilla Parishad Job Recruitment আবেদন পদ্ধতি

সংশ্লিষ্ট পদে আবেদন আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে সঙ্গে প্রয়োজনীয় অরজিনাল নথিপত্র নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ এর স্থান এবং সময় : আগামী ২৪ শে আগস্ট ২০২৪ তারিখ ১২ টার সময় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে – ” 1st floor meeting hall of Cooch Behar zilla Parishad ” – এ।

আরো পড়ুন : খাদ্য দপ্তরে একাধিক বিভাগে নতুন কর্মী নিয়োগ শুরু, বেতন ৪০ হাজার
অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE
আরো পড়ুন :

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Cooch Behar Zilla Parishad এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।🙏

Leave a Comment